• আরও বাড়ল দায়িত্ব, কেন্দ্রীয় কমিটির পর সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীতেও মীনাক্ষী 
    প্রতিদিন | ২২ এপ্রিল ২০২৫
  • রূপায়ণ গঙ্গোপাধ্যায়: আরও বাড়ল দায়িত্ব। সম্প্রতি সিপিএমের নতুন কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়েছেন সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। এবার সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীতেও ঠাঁই পেলেন তিনি। সোমবার মুজফফর আহমেদ ভবন থেকে সাংবাদিক বৈঠক করে পার্টির নতুন রাজ্য সম্পাদকমণ্ডলী ঘোষণা করা হয়েছে। সেখানেই নাম রয়েছে নতুন দু’জনের, মীনাক্ষী মুখোপাধ্যায় ও সৈয়দ হোসেন। 

    সম্প্রতি খোলনলচে বদলানো সিপিএমের নতুন কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়েছেন সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। মাদুরাইয়ে পার্টি কংগ্রেসের শেষদিনে কেন্দ্রীয় কমিটিতে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। তারপরই শোনা যাচ্ছিল, রাজ্য সম্পাদকমণ্ডলীতেও মীনাক্ষীকে নিয়ে আসবে সিপিএম। সেই সময় মীনাক্ষীর এই দ্রুত উত্থান নিয়ে প্রশ্নও উঠেছিল। পালটা যুক্তি হিসেবে সিপিএমের একাংশের বক্তব্য ছিল, তরুণ প্রজন্মের আর কোনও নেতানেত্রীর মধ্যেই পার্টিতে মীনাক্ষীর মতো জনপ্রিয়তা নেই। পার্টিতে মীনাক্ষীকে কেউ বলেন ‘ক্যাপটেন’, কেউ বলেন ‘ব্র্যান্ড’। তাই তাঁকে দায়িত্ব দেওয়া হলে আদতে দলেরই লাভ।

    এসবের মাঝেই সোমবার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বৈঠক থেকে নতুন রাজ্য সম্পাদকমণ্ডলীর ১৫ জন সদস্যের নাম প্রকাশ করা হল। নবগঠিত রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যদের তালিকায় রয়েছেন মীনাক্ষীও। অর্থাৎ আরও দায়িত্ব বাড়ল তাঁর। এবার যুব সংগঠনের সম্পাদকের পদ ছাড়তে হবেই মীনাক্ষীকে। পার্টির গঠনতন্ত্রের নিয়মানুযায়ী, দল ও যুব সংগঠন –দুটি দায়িত্বে একসঙ্গে থাকতে পারবেন না বঙ্গ সিপিএমের ‘ক্যাপটেন’। তাই দলের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের পরবর্তী রাজ্য সম্পাদক কে হবেন, তা নিয়ে ভাবনাচিন্তা চালাচ্ছেন সিপিএমের রাজ্য নেতারা।
  • Link to this news (প্রতিদিন)