• দিনভর জল্পনার শেষে মাঝরাতে SSC-এর বিবৃতি, বাড়াল ধোঁয়াশা
    এই সময় | ২২ এপ্রিল ২০২৫
  • দিনভর আন্দোলন শেষে সন্ধেয় ডেডলাইন ফেল। প্রকাশিত হল না ‘যোগ্য-অযোগ্য’দের তালিকা। ক্ষোভে এসএসসি ভবন ঘেরাও করে অবস্থান শুরু চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকদের। এর মাঝেই মাঝরাতে এল এসএসসি-এর নতুন বিবৃতি। যা সমাধানের থেকে বাড়াল ধোঁয়াশা বলেই মনে করছেন অধিকাংশ।

    সোমবার মাঝরাতে বিবৃতি প্রকাশ করে SSC অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানালেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই চলবে স্কুল সার্ভিস কমিশন।’ এসএসসি-এর দেওয়া বিবৃতি অনুযায়ী, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যাঁরা স্কুলে গিয়ে ক্লাস নেবেন তাঁদেরই নিয়ম মেনে বেতন দেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। সময় মতো সংশ্লিষ্ট দপ্তর থেকেই বেতন পাবেন সেই শিক্ষক শিক্ষিকারা।’

    উল্লেখ্য, মধ্যশিক্ষা পর্ষদের একটি আবেদনের নিরিখে পড়ুয়াদের স্বার্থে ১৭ এপ্রিল সুপ্রিম কোর্ট, ‘টেন্টেড’ তালিকায় নাম নেই এমন শিক্ষক-শিক্ষিকাদের ৩১ ডিসেম্বর পর্যন্ত ক্লাস নেওয়ার ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছিল। শীর্ষ আদালতে সেই নির্দেশের পরে ‘যোগ্য’ শিক্ষককেরা অনেকেই ডিউটিতে যোগ দেননি। এদিন এসএসসি-এর বিবৃতির পরে সে নিয়ে প্রশ্ন রয়েই গেল। সংশ্লিষ্ট শিক্ষকরা বলছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলার বিবৃতি যখন দিচ্ছে এসএসসি, তাহলে কি রিভিউ পিটিশন আর না করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন? সে ক্ষেত্রে চাকরি বাতিলের রায় কি পুনর্বিবেচনা করার আবেদন আর করা হবে না?

    এখানেই শেষ নয়, এসএসসি-এর এদিনের বিবৃতিতে স্পষ্ট নয় বেতনের বিষয়টিও। শীর্ষ আদালত ‘যোগ্য’ শিক্ষকদেরই ক্লাস নেওয়ার ক্ষেত্রে ছাড় দিলেও ‘যোগ্য-অযোগ্য’ শিক্ষকদের স্পষ্ট কোনও তালিকা সরকারি স্কুলগুলির প্রধান শিক্ষক-শিক্ষিকাদের কাছে নেই। তাই পোর্টালে বেতনের রিক্যুইজ়িশনের জন্য কাদের নাম পাঠানো হবে সেই নিয়েও রয়ে গেল ধোঁয়াশা। একইসঙ্গে ‘টেন্টেড’ তালিকায় নাম না থাকা সত্ত্বেও যে সব শিক্ষকরা ক্লাস নেননি, তাদের বেতনের কী হবে তাও স্পষ্ট নয়। প্রসঙ্গত, শিক্ষকদের বেতনের বিষয়টি কমিশন নয়, সরকারের আওতাভুক্ত। তাই এসএসসি-এর মাঝরাতের বিবৃতি আরও জটিলতা বাড়াল বলে দাবি বিশেষজ্ঞদের।

  • Link to this news (এই সময়)