• থানার আধিকারিকের সই জাল করে ভুয়ো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার...
    আজকাল | ২২ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: এ যেন 'সর্ষের মধ্যেই ভূত'। সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার এক সিভিক ভলেন্টিয়ার। ঘটনাটি ঘটেছে মালবাজার থানায়। অভিযুক্তের নাম মনিরুল ইসলাম। বাড়ি কুমলাই গ্রাম পঞ্চায়েতের নিজামবাড়ি এলাকায়। জানা গিয়েছে, সেনাবাহিনীর কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগ মাঝেমধ্যে হয়ে থাকে। এই জন্য আবেদনকারী প্রার্থীর জন্য পুলিশের ক্লিলিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন হয়। আবেদনের ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে অনলাইনের মাধ্যমে সেই সার্টিফিকেট দেওয়ার প্রথা রয়েছে। সম্প্রতি সেনাবাহিনী নিয়োগ নিয়ে বেশ কিছু যুবকের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন ছিল। জানা গিয়েছে, অভিযুক্ত মনিরুল ইসলাম ২২ জন প্রার্থীর জন্য সার্টিফিকেট তৈরি করে দেন। যে সার্টিফিকেটের নীচে মাল থানার আইসির স্বাক্ষর রয়েছে। গোটা বিষয়টি পুলিশ কর্তৃপক্ষকে অন্ধকারে রেখে সম্পূর্ণ অফলাইনে মনিরুল নিজেই তৈরি করেছে বলে অভিযোগ। এমনকি স্বাক্ষরও জাল করেছে বলে অভিযোগ। অর্থের বিনিময়ে এই কাজ করেছে বলে জানিয়েছে পুলিশ। এই অভিযোগের ভিত্তিতে সোমবার তাঁকে গ্রেফতার করা হয় এবং আদালতে পাঠানো হয়।

    মাল মহাকুমা পুলিশ আধিকারিক দেশমুখ প্রদীপ রোশন জানান, অভিযোগের ভিত্তিতে ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। 
  • Link to this news (আজকাল)