• ভৌগোলিক কারণেই ‘টার্গেট’ হরিরামপুর, পুলিসের রুটমার্চ, ষড়যন্ত্রীদের মাথার খোঁজে তল্লাশি
    বর্তমান | ২২ এপ্রিল ২০২৫
  • সোমেন পাল, গঙ্গারামপুর: বহিরাগত দুষ্কৃতীদের এনে কোটি কোটি টাকা খরচ করে অশান্তি পাকানোর ছক আগেই ফাঁস হয়েছে। মুর্শিদাবাদের ধাঁচে যাতে গোলমাল পাকিয়ে দুর্বৃত্তরা পরিস্থিতি ঘোরালো না করতে পারে, তার জন্য অত্যন্ত সক্রিয় ভূমিকা নিয়েছে হরিরামপুর পুলিস। শনিবার মিছিলের নামে ঝামেলা পাকানোর পরিকল্পনার কথা জানতে পেরে পুলিস পাঁচজনকে গ্রেপ্তার করেছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে দ্রুত ষড়যন্ত্রীদের মাথার খোঁজ পেতে আপ্রাণ চেষ্টা করছেন আধিকারিকরা। এলাকার দুষ্কৃতীদের গতিবিধির উপর নজর রেখে চলছে তল্লাশি অভিযান। জেলার একাধিক চেকিং পয়েন্টে শুরু হয়েছে নাকা তল্লাশি। এলাকায় যাতে অশান্তির পরিবেশ তৈরি না হয়, তার জন্য সোমবার হরিরামপুরের একাধিক এলাকায় চলেছে রুটমার্চ। গুজবে কান না দিতে অনুরোধ করে শুরু হয়েছে মাইকিংও। পুলিসের একটি সূত্র বলছে, ছক ভেস্তে দেওয়া হলেও ফের যাতে কোনওরকম অশান্তি না ছড়ায়, তার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা পুলিসের এক আধিকারিক বলেন, শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য রুটমার্চ, নাকা চেকিং, তল্লাশি অভিযান চলছে। সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় সবদিকে সতর্ক নজর রয়েছে।

    তদন্তকারীদের একাংশ মনে করছেন, দক্ষিণ দিনাজপুর জেলার প্রবেশদ্বার  হরিরামপুর। মালদহ ও উত্তর দিনাজপুরের সীমানা দিয়ে ঘেরা হরিরামপুর ব্লক। তাই ভৌগোলিক কারণে হরিরামপুরকে কেন্দ্র করে অশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। কারণ জেলা সদর বালুরঘাট থেকে এই এলাকার দূরত্ব প্রায় ৭০  কিমি। একবার বড় অশান্তি শুরু হয়ে গেলে ফোর্স আসতে অনেকটাই সময় লেগে যাবে। সেই সুযোগটাই কাজে লাগানোর পরিকল্পনা করা হয়েছে। তাছাড়া দুষ্কর্মের পর মালদহ, উত্তর দিনাজপুর হয়ে বিহার, ঝাড়খণ্ডে পালিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগানোর দিকেও নজর রয়েছে। তবে এবার আগেই খবর পৌঁছে যাওয়ায় পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে জেলা পুলিস ও গোয়েন্দা বিভাগ। জেলা পুলিসের এক আধিকারিক বলেন, শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য রুটমার্চ, নাকা চেকিং, তল্লাশি অভিযান চলছে। সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় সবদিকে নজর রয়েছে।

    পরিস্থিতি কপালে চিন্তার ভাঁজ ফেললেও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হাতে হাত মিলিয়ে অপশক্তিকে আটকাতে মরিয়া এলাকার সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দা আব্দুল হাতেম বলেন, কিছু চক্রান্তকারী পরিবেশ অশান্ত করার চেষ্টা করেছিল। বিষয়টি সম্পর্কে আমরা জেনেছি। সুবিধাবাদীদের এমন চক্রান্ত হরিরামপুরবাসী রুখে দিতে তৈরি। শান্তি রক্ষার ক্ষেত্রে একজোট ব্লকের মানুষ। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)