ব্রতীন দাস, জলপাইগুড়ি: দুয়ারে দাঁতাল। উঠোনে বাইসন। রাস্তায় গন্ডার! লোকালয়ে বন্যপ্রাণীর হামলার আশঙ্কায় কার্যত তটস্থ জলপাইগুড়ির বাসিন্দারা। বুনোদের জঙ্গলে আটকে রাখতে কার্যত হিমশিম খাচ্ছে বনদপ্তর। গত চারদিনে জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় বন্যপ্রাণীর হামলার পাঁচটি বড় ঘটনা ঘটেছে। এর জেরে মৃত্যুর পাশাপাশি বাড়ছে জখমের সংখ্যা। বনদপ্তরের অবশ্য দাবি, শুকনো মরশুমে জঙ্গলে হাতি-গন্ডার, বাইসনের খাবারে খানিকটা টান পড়ে। এতে তাদের জঙ্গলের বাইরে বেরিয়ে আসার প্রবণতা কিছুটা বাড়ে। বৃষ্টি শুরু হলেই জঙ্গলে কচি ঘাস জন্মাবে। তখন বন্যপ্রাণীরা জঙ্গলেই থিতু হয়ে যাবে।
বর্ষার প্রথমেই গোরুমারার জঙ্গলে ৬০ হেক্টর এলাকায় হাতি-গন্ডারের পছন্দের ঘাস লাগানো হবে বলে জানিয়েছেন এডিএফও রাজীব দে। সোমবার তিনি বলেন, ধূপঝোরায় আমাদের নার্সারিতে ঘাস তৈরি হয়ে গিয়েছে। বৃষ্টি শুরু হলেও গোরুমারার জঙ্গলে ওই ঘাস লাগানো হবে।
এদিকে, পরপর বন্যপ্রাণীর হামলায় কার্যত সিঁটিয়ে রয়েছেন জলপাইগুড়ি সদর ব্লকের ভান্ডিগুড়ির পাশাপাশি রায়পুর চা বাগান এলাকার বাসিন্দারা। গত শনিবার সকালে ভান্ডিগুড়ি চা বাগানে ঝুটুং ওরাওঁ নামে এক শ্রমিকের উপর আচমকা হামলা চালায় পেল্লাই সাইজের একটি চিতাবাঘ। ঘটনায় ওই চা শ্রমিক মারাত্মক জখম হন। খাঁচা পাতা হলেও এখনও পর্যন্ত সেটি ধরা পড়েনি। ফলে আতঙ্ক কাটছে না বাগানের শ্রমিকদের। ওই ঘটনার পর ২৪ ঘণ্টা না পেরতেই রায়পুর চা বাগানে হামলা চালায় জোড়া বাইসন। বাগানের ভগৎ লাইনের বাসিন্দা দেওমণিচিক বরাইকের বাইসনের শিংয়ের গুঁতোয় ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাইসনের হামলায় জখম হন আরও তিনজন। অন্যদিকে, গত শুক্রবার সকালে ময়নাগুড়ির রামশাই পঞ্চায়েতের পানবাড়ির কামারহাট গ্রামে প্রাতর্ভ্রমণে বেরিয়ে গন্ডারের মুখে পড়েন চঞ্চলা পণ্ডিত নামে মাঝবয়সি এক মহিলা। প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়েন রাস্তায়। চোট পান পায়ে।
গত বৃহস্পতিবার রাতে নাগরাকাটার সুলকাপাড়া খয়েরবাড়ি এলাকায় পঞ্চায়েত সদস্য মঞ্জুরুল হকের বাড়িতে ঢুকে পড়ে দাঁতাল। পাঁচিল ভেঙে কলাগাছ, সুপারিগাছ খেয়ে সাবাড় করে। শুক্রবার রাতে ১৭ নম্বর জাতীয় সড়কে জলঢাকার জঙ্গল এলাকায় বাইসনের গুঁতোয় জখম হন নাগরাকাটার দুই যুবক। কিছুদিন আগে খুনিয়া মোড়ে গাড়ির ধাক্কায় একটি বাইসনের মৃত্যু পর্যন্ত হয়। জলপাইগুড়ির পাশাপাশি সম্প্রতি আলিপুরদুয়ারের ফালাকাটাতেও লোকালয়ে জোড়া বাইসন ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। ফালাকাটা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের পারঙ্গেরপাড় চুয়াখোলা এলাকায় ভুট্টা খেতে দাপিয়ে বেড়ায় বাইসন। সেখানে একজনকে জখম করে। - ফাইল চিত্র।