• ভালভ বিকল, কাল ১১টি ওয়ার্ডে জল সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা
    বর্তমান | ২২ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পাম্প হাউসের ভালভ বিকল! তাই আগামীকাল, বুধবার শিলিগুড়ি শহরের ১১টি ওয়ার্ডে পানীয় জল সরবরাহ ব্যাহত হতে পারে। সোমবার প্রশাসনিক বৈঠকের পর এমন আশঙ্কা প্রকাশ করেন মেয়র গৌতম দেব। পাশাপাশি তিনি জানান, ৫১১ কোটি টাকার মেগ জল প্রকল্পের প্রস্তাবিত ওভারহেড রিজার্ভারের জমিও চিহ্নিত করা হয়েছে। এবার সংশ্লিষ্ট প্রকল্পের নির্মাণ কাজে আরও গতি বাড়বে। 

    শিলিগুড়ি শহরের ঝংকার মোড়ের পাম্প হাউসের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। পুরসভা সূত্রে খবর, ১৯৯৯ সালে পানীয় জল প্রকল্পের ফুলবাড়ি প্লান্ট চালু করা হয়। সেই সময় শহরের ১৩টি ওভারহেড রিজার্ভার তৈরি করা হয়। সেগুলির মধ্যে একটি ঝংকার মোড়ে। তাতে দৈনিক প্রায় ২ লক্ষ ৭৫ হাজার লিটার জল মজুত করা হয়। সেই জল তোলা হয় পাম্পের সাহায্যে। এজন্য সেখানে পাম্প হাউস আছে। সেই পাম্পের দু’টি ভালভ খারাপ হয়েছে। এদিন প্রশাসনিক বৈঠকে বিষয়টি জানান পুরসভার জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের ইঞ্জিনিয়াররা। তাঁরা সংশ্লিষ্ট ভালভ মেরামতি করার জন্য ২২ তারিখ বিকেল থেকে ২৩ তারিখ বিকেল পর্যন্ত সময় চেয়েছেন। 

    মেয়র বলেন, পাম্প হাউসের ওই মেরামতি কাজের জন্য শহরের কয়েকটি ওয়ার্ডে জল সরবরাহ ব্যাহত হতে পারে। এজন্য সংশ্লিষ্ট ওয়ার্ডগুলিতে প্রচার চালানো হবে। 

    ঝংকার মোড়ের ওই রিজার্ভার থেকে শহরের ১৫ থেকে ২৪ এবং ২৯ নম্বর ওয়ার্ডে পানীয় জল সরবরাহ করা হয়। যা শহরের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। কলেজপাড়া, হাকিমপাড়া, আশ্রমপাড়া, সুভাষপল্লি সহ বেশকিছু অভিজাত এলাকায় রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় স্কুল ও কলেজের শিক্ষক, ব্যাঙ্ক সহ সরকারি ও বেসরকারি দপ্তরের আধিকারিক, ব্যবসায়ীরা বসবাস করেন। পুরসভার জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের এক ইঞ্জিনিয়ার অবশ্য জানান, পাম্প হাউসের ওই কাজের জন্য দু’বেলা পুরোপুরি জল সরবরাহ হয়তো বন্ধ হবে না। বিকেল থেকে পরের দিন দুপুরের মধ্যে ভালভ মেরামতির কাজ শেষ করার চেষ্টা করা হবে। তা হলে হয়তো একবেলা জল সরবরাহ ব্যাহত হতে পারে। 

    পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগের মেয়র পরিষদ সদস্য দুলাল দত্ত বলেন, পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত রয়েছি। একাধিক ট্যাঙ্কারে করে এলাকাগুলিতে জল পাঠানো হবে। 

    এদিকে, শহরে মেগা জল প্রকল্পের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নির্মাণ কাজ চলছে। পুরসভা সূত্রে খবর, মেগা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ১৩টি ওভারহেড রিজার্ভার তৈরি করা হবে। মেয়র বলেন, প্রস্তাবিত রিজার্ভারগুলির মধ্যে পাঁচটির জমি আগেই চিহ্নিত করা হয়েছে। বাকি আটটির জমিও চিহ্নিত করা হয়েছে। সেগুলি স্কুল, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, স্বাস্থ্যকেন্দ্র ও সরকারি জমিতে গড়া হবে।
  • Link to this news (বর্তমান)