সুব্রত ধর, শিলিগুড়ি: এবার রিকশ, ঠেলা, গোরু, মোষ ও ঘোড়ার গাড়ি, ট্রাক্টর এবং ই-রিকশর জন্য লাগু রেজিস্ট্রেশন বা নিবন্ধীকরণ ফি। যা বার্ষিক ১৫ থেকে ৩০০ টাকার মধ্যে। ১৯৭৩ সালের আইনকে সামনে রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস শাসিত আঠারোখাই গ্রাম পঞ্চায়েত। একই সঙ্গে তারা বেসরকারি প্রতিষ্ঠান থেকে জল কর, গ্রামবাসীদের কাছ থেকে আলোর জন্য কর, নিকাশি করও চালু করেছে। বিরোধীদের অভিযোগ, চাহিদা মতো পরিষেবা না দিলেও গ্রামবাসীদের উপর করের বোঝা চাপাচ্ছে পঞ্চায়েত। যদিও পঞ্চায়েত কর্তৃপক্ষের দাবি, সর্বস্তরে আলোচনা করেই এমন সিদ্ধান্ত হয়েছে। সমগ্র পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক।
মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন বলেন, গ্রামবাসীদের উপর করের বোঝা চাপালেও গ্রাবাসীদের উপযুক্ত পরিষেবা প্রদান করতে পারছে না পঞ্চায়েত। আঠারোখাই পঞ্চায়েতের প্রধান যূথিকা রায় খাসনবিশ অবশ্য বলেন, পঞ্চায়েত আইন অনুসারেই ওই উপবিধি তৈরি করা হয়েছে। গ্রামবাসীরা এনিয়ে কোনও আপত্তি তোলেননি।
মাটিগাড়া ব্লকের অন্তর্গত পঞ্চায়েতগুলির মধ্যে আঠারোখাই অন্যতম। বিভিন্ন বিষয়ের উপর উপশুল্ক, অভিকর ও ফি ধার্য করতে গত ৩১ জানুয়ারি বিশেষ সাধারণ সভা করে সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্তৃপক্ষ। ওই সভার সিদ্ধান্ত অনুসারে গত ৪ ফেব্রুয়ারি তারা উপশুল্ক, অভিকর ও ফি ধার্য করার বিষয়ে খসড়া উপবিধি প্রকাশ করে। সংশ্লিষ্ট উপবিধিতে উল্লেখ রয়েছে, রাবারের টায়ার যুক্ত রিকশ, হাতে ঠেলা গাড়ি, গোরু, মোষ ও ঘোড়ার গাড়ি ইত্যাদির বার্ষিক নিবন্ধীকরণ ফি ১৫ টাকা। রাবারের টায়ার বিহীন গোরু, মোষ ও ঘোড়ার গাড়ির বার্ষিক নিবন্ধীকরণ ফি ২৪ টাকা এবং কৃষিকাজ ছাড়া অন্য কাজে ব্যবহৃত ট্রেলার যুক্ত ট্রাক্টরের রেজিস্ট্রেশন ফি বার্ষিক ৩০০ টাকা। ই-রিকশ সহ ব্যাটারি চালিত যাত্রী ও মালবাহী গাড়ির নিবন্ধীকরণ ফি বার্ষিক ৩০০ টাকা।
শুধু তাই নয়, সরকারি প্রতিষ্ঠান ও অনুষ্ঠান ছাড়া কোনও বেসরকারি প্রতিষ্ঠান ও অনুষ্ঠানে পানীয় জলের ট্যাঙ্ক সরবরাহ করার জন্য আদায় করা হবে কর। দূরত্ব ও প্রকৃত খরচের উপর ভিত্তি করে এই পরিষেবা কর ধার্য করা হবে। গ্রামের রাস্তায় আলোর ব্যবস্থা করা হলে পরিবার পিছু বার্ষিক ২০০ টাকা হারে আলোকর আদায় করা হবে। পঞ্চায়েত নিয়ন্ত্রিত প্রস্রাবাগার ও টয়লেট ব্যবহার করার জন্য যথাক্রমে আদায় করা হবে দুই এবং তিন টাকা। শ্মশানঘাট ব্যবহারের জন্য শবদেহ পিছু ফি আদায় করা হবে।