• শ্লীলতাহানির অভিযোগে যুবককে মারধর
    বর্তমান | ২২ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: বাড়িতে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে যুবককে আটকে রেখে বেধড়ক  মারধর করা হয় সোমবার। পুড়িয়ে দেওয়া হয় অভিযুক্তের বাইক। বিকেলে ঘটনাটি ঘটে বড়ুয়া পঞ্চায়েতের সীজগ্রাম এলাকায়। রায়গঞ্জ থানার পুলিস অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, ঘটনার তদন্ত চলছে। নিগৃহীত মহিলার অভিযোগ, এদিন বিকেলে এক ব্যক্তি আমার দোকানে আসে খৈনি কিনতে। ওই সময় বাড়িতে স্বামী ছিলেন না। 

    বিষয়টি বুঝতে পেরে ওই যুবক বলে লক্ষ্মীর ভাণ্ডার পাইয়ে দেবে। সে জন্য আধারকার্ড দিতে হবে। আধার কার্ড নিতে ঘরে ঢুকতেই যুবক অশ্লীল আচরণ করে। চিৎকার করতেই স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করেন।

    এদিকে স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত ওই যুবক বারোদুয়ারী এলাকার বাসিন্দা। বধূর সঙ্গে অশ্লীল আচরণের বিষয় ছড়িয়ে পড়া মাত্রই উত্তেজনা তৈরি হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় অভিযুক্তের বাইকে। তাঁকে মারধর করা হয়েছে।

     চোলাই সহ গ্রেপ্তার এক: ১৬ লিটার চোলাই সহ বিক্রেতাকে গ্রেপ্তার করল কালিয়াগঞ্জ থানার পুলিস। ধৃতের নাম মানিক রায়।

    সে কালিয়াগঞ্জ ব্লকের শান্তি কলোনির বাসিন্দা। রবিবার রাতে কালিয়াগঞ্জের ধনকৈল বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে। সোমবার ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক জামিন মঞ্জুর করেন। 
  • Link to this news (বর্তমান)