প্রতি ব্লকে হাইব্রিড সব্জির বীজ বিলির সিদ্ধান্ত জেলা উদ্যান পালন দপ্তরের
বর্তমান | ২২ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: অল্প জমিতে অধিক উৎপাদনের পথ দেখাতে নয়া পরিকল্পনা উত্তর দিনাজপুর জেলা উদ্যানপালন দপ্তরের। জেলার কৃষকদের আরও বেশি করে সব্জি চাষে পথ দেখাতে উন্নতমানের বীজ সরবরাহের উদ্যোগ শুরু হতে চলেছে। সেই বীজ খেতে ফলালে অল্প জমিতে অধিক পরিমাণে সব্জি উৎপাদন হবে। তাতে আর্থিকভাবে লাভবান হবেন কৃষকরা। জেলা উদ্যানপালন দপ্তর সূত্রে খবর, চলতি বছর ধাপে ধাপে নির্দিষ্ট মরশুমে ব্রোকোলি, ফুলকপি, বাঁধাকপি, ঢ্যাড়শ, লঙ্কা, শসা, কুমড়ো, টমেটো, বেগুনের মতো হাইব্রিড সব্জির বীজ দেওয়ার পরিকল্পনা রয়েছে জেলার সব ব্লকে। এ ধরনের সব্জি ফলাতে কৃষকদের কী ধরনের পন্থা অবলম্বন করতে হবে তারও প্রশিক্ষণ দপ্তর দেবে। গতবার ব্রোকোলি চাষে কৃষকদের উৎসাহিত করা হয়। তাতে উৎপাদন ভালো পরিমাণে হয়েছিল। কৃষকদের মধ্যে ব্রোকোলি চাষে উৎসাহ বেড়েছে। তাই অতীত অভিজ্ঞতায় ভর করে এবার রবি ও খারিফ মরশুমের হাইব্রিড সব্জি চাষে উৎসাহিত করার সিদ্ধান্ত হয়েছে। দপ্তরের জেলা আধিকারিক সন্দীপ মহন্ত বলেন, ২০২৫-’২৬ বর্ষে আমরা জেলায় হাইব্রিড সব্জি চাষে কৃষকদের উৎসাহিত করব। তার জন্য সুনির্দিষ্ট ভাবে পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাচ্ছন্দ্য অনুযায়ী যাতে কৃষকরা সব্জি চাষে উৎসাহিত হন, সেটাই দেখা হচ্ছে। সেই কারণে বিনামূল্যে হাইব্রিড সব্জির বীজ দেওয়া হবে। মূলত খারিফ মরশুমের সময় লতানো গাছে ফলন হয় এমন সব্জি যেমন, কুমড়ো, শসার মতো বীজ দেওয়া হবে। তেমনই রবি মরশুমের সময় ব্রোকোলি, ফুলকপি, বাঁধাকপি, টমেটো সহ রকমারি সব্জির উন্নতমানের বীজ দেওয়া হবে। তবে কতজন কৃষক ও কত পরিমাণ জমিতে চাষের জন্য ওই বীজ দেওয়া হবে, তা এখনও স্পষ্টভাবে বলা যাচ্ছে না। যে ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।