• উত্তরবঙ্গ মেডিক্যালের সুপার স্পেশালিটি ব্লকে ইউরোলজির ইন্ডোর পরিষেবা চালু
    বর্তমান | ২২ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, শিলিগুড়ি: অবশেষে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপারস্পেশালিটি ব্লকে ইউরোলজি বিভাগের ইন্ডোর পরিষেবা চালু হল। সোমবার বিকেলের পর পুরনো বিল্ডিং থেকে রোগীদের সুপার স্পেশালিটি ব্লকে নতুন ইন্ডোর বিভাগে নিয়ে যাওয়া শুরু হয়। তবে, ইন্ডোর পরিষেবা চালু হলেও নানা অব্যবস্থার জন্য রোগী ও বাড়ির লোকেদের হয়রানির আশঙ্কা দেখা দিয়েছে। সুপার স্পেশালিটি ব্লকে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে নার্স ও ডাক্তারদের হয়রানি হওয়ার দিকটিও প্রকট হয়ে উঠেছে। সুপার স্পেশালিটি ব্লকে ইন্ডোর পরিষেবা চালু হলেও ইউরোলজি বিভাগের সব অস্ত্রোপচার পুরনো বিল্ডিংয়ের ওটিতে হবে। পুরনো বিল্ডিং থেকে সুপার স্পেশালিটি ব্লকে রোগী নিয়ে যাওয়া বা, সুপার স্পেশালিটি ব্লক থেকে রোগীকে বিভিন্ন পরীক্ষার জন্য পুরনো বিল্ডিংয়ে নিয়ে আসার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। সেক্ষেত্রে অনেকটা পথ খোলা আকাশের নীচ দিয়ে রোগীকে ওটিতে নিয়ে যেতে হবে। অভিযোগ, এতে রোগীর হয়রানির পাশাপাশি তার পরিবারের লোকরাও নাজেহাল হবেন। বৃষ্টি শুরু হয়েছে। বর্ষাকালে সমস্যা আরও প্রকট হয়ে উঠবে। সুপার স্পেশালিটি ব্লক ও পুরনো বিল্ডিংয়ের মাঝে অনেকটা পথ। বৃষ্টির মধ্যে কীভাবে রোগীদের খোলা আকাশের নীচ দিয়ে নিয়ে যাওয়া হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

    এই সমস্যার সমাধানের জন্য সুপার স্পেশালিটি ব্লক পূর্ণাঙ্গভাবে চালুর দাবি উঠেছে।  ইউরোলজি বিভাগ সহ অন্যান্য বিভাগের নতুন অপারেশন থিয়েটার এখানে তৈরি রয়েছে। তা চালুর উদ্যোগ না নেওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।   অভিযোগ, জোড়াতালি দিয়ে সুপার স্পেশালিটি ব্লকে ইন্ডোর পরিষেবা চালু করতে গিয়ে রোগী ও তার পরিবারের লোকদের সমস্যার মুখে ফেলে দেওয়া হচ্ছে। হাসপাতাল সুপার ডাঃ সঞ্জয় মল্লিক বলেন, সুপার স্পেশালিটি ব্লকের জন্য নির্দিষ্ট ইউরোলজি সহ অন্য বিভাগগুলি আলাদা আলাদা ওটি রয়েছে। সেগুলি তৈরি। কিন্তু, বিল্ডিংয়ের ছাদে ফাটল দেখা দেওয়ায় জল পড়ে ফলসসিলিং ভেঙে পড়েছে। পূর্তদপ্তর মেরামতের কাজ করছে।
  • Link to this news (বর্তমান)