• শিলিগুড়িতে মহানন্দার উপর আর একটি সেতু তৈরির উদ্যোগ এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষের
    বর্তমান | ২২ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: যানজট ক্রমবর্ধমান। তাই শিলিগুড়িতে শহরের কাছে কাওয়াখালিতে মহানন্দা নদীর উপর তৈরি হবে আরএকটি সেতু। এজন্য এশিয়ান হাইওয়ে সম্প্রসারণও করা হতে পারে। সোমবার প্রশাসনিক বৈঠকের পর একথা বলেন মেয়র গৌতম দেব। একইসঙ্গে তিনি বলেন, ১০নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য ৪২নম্বর ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য পুরদপ্তরে একটি প্রস্তাব পাঠানো হয়েছে।

    শিলিগুড়ি শহরের পাশ দিয়ে যাওয়া হাইওয়েগুলির মধ্যে একটি এশিয়ান হাইওয়ে। দিনকে দিন এই রাস্তায় যানজট বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মন্ত্রী সহ ভিআইপিরা বাগডোগরা বিমান বন্দর থেকে নেমে এশিয়ান হাইওয়ে ধরে জলপাইগুড়ি, ডুয়ার্স ও কোচবিহারের উদ্দেশ্যে যান। এমনকী, ডুয়ার্সগামী পর্যটকরাও ব্যবহার করছেন রাস্তাটি। এজন্য সর্বদাই রাস্তাটিতে যানবাহনের চাপ থাকছে। বিশেষ করে রাতে সংশ্লিষ্ট হাইওয়ে দিয়ে যানবাহনের চাপ আরও বাড়ে। পন্যবোঝাই লরি, দূরপাল্লার বাস সংশ্লিষ্ট রোড ব্যবহার করে। তাই সংশ্লিষ্ট রাস্তা সম্প্রসারণ এবং মহানন্দা নদীর উপর আরএকটি সেতু তৈরির পরিকল্পনা নিয়েছে হাইওয়ে কর্তৃপক্ষ।

    এদিন পুরভবনে প্রশাসনিক বৈঠকের পর মেয়র বলেন, বর্তমানে কাওয়াখালিতে মহানন্দা নদীর উপর একটি সেতু রয়েছে। সেটির সমান্তরাল নদীর উচ্চ অববাহিকায় হাইওয়ে কর্তৃপক্ষ আরএকটি সেতু তৈরির পরিকল্পনা নিয়েছে। কয়েকদিনের মধ্যে হাইওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কাওয়াখালিতে প্রস্তাবিত ওই সেতুর জন্য জমি দেখতে যাব।

    প্রতিবেশী রাষ্ট্র নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে জলপাইগুড়ির জেলার বাংলাদেশ সীমান্ত ফুলবাড়ি পর্যন্ত এশিয়ান হাইওয়ে-২ বিস্তৃত। এটি প্রায় ৩৮কিমি লম্বা। পানিট্যাঙ্কি থেকে বাগডোগরা, উত্তরবঙ্গ মেডিক্যাল, কাওয়াখালি, ঠাকুর পঞ্চানন বর্মা মোড় হয়ে রাস্তাটি গিয়েছে। এটি দুই লেনের। বর্তমানে ঠাকুর পঞ্চানন বর্মা মোড়ের পর মহানন্দা নদীর উপর প্রায় ৪৬০মিটলার লম্বা একটি সেতু রয়েছে। সেটিও দুই লেনের। সংশ্লিষ্ট হাইওয়ে দিয়ে এনজেপি স্টেশন, মিনি সচিবালয় ‘উত্তরকন্যা’ ও বাগডোগরা বিমানবন্দরের মধ্যে যোগাযোগ করা সম্ভব। এশিয়ান হাইওয়ে-২ সূত্রের খবর, মূল যানজট নিয়ন্ত্রণ করার জন্যই দুই লেনের আরএকটি সেতু তৈরি এবং রাস্তাটির কিছু অংশ সম্প্রসারণ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। মাটিগাড়া-১গ্রাম পঞ্চায়েতের কাওয়াখালি থেকে শিলিগুড়ি শহরের ৩১নম্বর ওয়ার্ড পর্যন্ত সেতুটি হতে পারে। শীঘ্রই এ ব্যাপারে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে। প্রস্তাবিত সেতু বাস্তবায়িত হওয়ার পর মহানন্দা নদীর উপর সেতুর সংখ্যা বেড়ে দাঁড়াবে ছ’টি।

    এদিকে, মাটিগাড়া ও শিলিগুড়ি শহরের পাশ দিয়ে বিস্তৃত ১০নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ প্রকল্পের কাজ জোরকদমে চলছে। সংশ্লিষ্ট প্রকল্পে রাস্তাটি উচু হওয়ায় বর্ষার মুখে শহর ও গ্রামের কিছু এলাকার নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মেয়র বলেন, এনএইচ সম্প্রসারণের জেরে ৪২নম্বর ওয়ার্ডের নিকাশি ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে। এজন্য রাজ্য সরকারের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে।  
  • Link to this news (বর্তমান)