• আর্দ্রতা বাড়ায় অস্বস্তিকর গরম, দুর্ভোগ
    বর্তমান | ২২ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, বোলপুর: তীব্র গরমে অস্বস্তি বাড়ছে। আর্দ্রতা বাড়ায় ঘর্মাক্ত গরম আগামী এক সপ্তাহ ধরে চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ‌সর্বোচ্চ তাপমাত্রা ৩৬-৩৮ডিগ্রি সেন্টিগ্রেড হলেও অনুভূত হবে তার চেয়ে অনেক বেশি। তীব্র গরমে অসহনীয় অবস্থা হলেও দক্ষিণবঙ্গে এখনই ভারী বৃষ্টি হচ্ছে না। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তাতে অস্বস্তি কমবে না বলে জানাচ্ছেন হাওয়া অফিসের আধিকারিকরা। 

    দক্ষিণবঙ্গে এপ্রিল মাস সাধারণত উষ্ণ এবং শুষ্ক আবহাওয়ার মাস হিসেবে পরিচিত। এই সময়ে তাপমাত্রা ক্রমেই বৃদ্ধি পায়। গ্রীষ্মের আগমন প্রবলভাবে অনুভূত হয়। দক্ষিণবঙ্গে গত পাঁচ বছরে এপ্রিল মাসে দিনের বেলার তাপমাত্রা ৩২ ডিগ্রি থেকে ৩৮ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে দেখা গিয়েছে। যদিও বৃষ্টি বা আকস্মিক আবহাওয়ার পরিবর্তনের কারণেও তাপমাত্রার তারতম্যও হয়েছে। গরমের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় জনসাধারণকে দিনের বেলায় সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার এবং পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। 

    শ্রীনিকেতন আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এসপ্তাহে দিনেরবেলার তাপমাত্রা ৩৫-৩৮ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। তবে, আর্দ্রতা বেশি থাকার কারণে অনুভূতি হবে তার চেয়ে অনেক বেশি। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের তীব্র অস্বস্তি হতে পারে। বোলপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এই তাপপ্রবাহের কারণে বয়স্ক ব্যক্তি, শিশু এবং যারা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন তাদের স্বাস্থ্যের ঝুঁকি বাড়তে পারে। খুব প্রয়োজন না হলে দিনেরবেলায় সূর্যের আলো এড়িয়ে যাওয়া দরকার। পাশাপাশি ডিহাইড্রেশন আটকাতে প্রচুর পরিমাণে জলপান করার পরামর্শও দিয়েছেন তাঁরা। এই সপ্তাহে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও ক্ষীণ। এপ্রসঙ্গে হাওয়া অফিসের এক আধিকারিক বলেন, দিন কয়েক আগে দক্ষিণবঙ্গজুড়ে যেভাবে বৃষ্টি হয়েছিল আগামী সাতদিন সেইরকম কোনও বৃষ্টির সম্ভাবনা আর নেই। বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তাতে তাপমাত্রায় কমার কোনও সম্ভাবনা নেই। বরং অস্বস্তিকর গরম আরও বাড়বে। মার্চে শুরুতে শুষ্ক গরম ছিল। কিন্তু এপ্রিলে গরমের পাশাপাশি বাতাসে আর্দ্রতা ও জলীয় বাষ্প বাড়ার কারণে প্রবল গরম অনুভূত হচ্ছে। নতুন করে ভারী বৃষ্টি না হওয়া পর্যন্ত এই আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
  • Link to this news (বর্তমান)