সংবাদদাতা, তেহট্ট: দুধের ড্রাম থেকে উদ্ধার দেশি মদের বোতল। একটি দুর্ঘটনার জেরেই জানা গেল বেআইনিভাবে মদ নিয়ে যাওয়ার এই নয়া কৌশল। পুলিস মোট সাতটি দেশি মদের বোতল বাজেয়াপ্ত করেছে। দুর্ঘটনায় জখম দুধ বিক্রেতা তেহট্ট হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর মাথায় আঘাত লেগেছে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে তেহট্ট থানার মালিয়াপোতা এলাকায় কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় এক ব্যবসায়ী দুধ বিক্রি করে বাইকে বাড়ি ফিরছিলেন। সেই সময় মালিয়াপোতা এলাকায় একটি টোটোর সঙ্গে তাঁর বাইকের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় তিনি বাইক সহ রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনায় তাঁর মাথা ফেটে যায়। হাসপাতালে তাঁর মাথায় সাতটি সেলাই হয়। ইতিমধ্যে খবর পেয়ে পুলিসও ঘটনাস্থলে পৌঁছয়। রাস্তায় পড়ে থাকা দুধের ড্রাম ও বাইকটি উদ্ধার করে পুলিস। কিন্তু, দুধের ড্রামের ঢাকনা খুলতেই চক্ষু চড়ক গাছ পুলিসের। দুধের ড্রাম থেকে উদ্ধার হয় সাতটি দেশি মদের বোতল। তবে ওই মদ বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল নাকি দুধ ব্যবসায়ী নিজে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন, তা পুলিস বলতে পারেনি। দুধের ড্রাম থেকে মদের রোতল পাওয়া যাওয়ায় ওই এলাকার বাসিন্দারাও অবাক হয়ে যান। চলতি কথায় আছে, অনেকে মদ বেচে দুধ খায়। আবার অনেকে দুধ বেচে মদ খায়। এক্ষেত্রে তা আবার প্রমাণিত হল। স্থানীয় বাসিন্দারা বলেন, শিশু, বয়স্ক ও রোগীদের ক্ষেত্রে দুধ খুবই পুষ্টিকর পানীয়। এরপর হয়তো মদ মেশানো দুধ খেতে হবে। সেই দুধ খেয়ে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তার দায় কে নেবে? দুধের ড্রামে মদের বোতল? এটা আগে কখনও দেখিনি। জানি না আর কী কী দেখতে হবে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ড্রামের মধ্যে সাতটি মদের বোতল পাওয়া গিয়েছে। দুর্ঘটনায় জখম দুধ বিক্রেতা হাসপাতালে চিকিৎসাধীন। কেন ওই ব্যবসায়ী দুধের ড্রামে মদের বোতলগুলি নিয়ে যাচ্ছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। - নিজস্ব চিত্র