নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালীঘাটে স্কাইওয়াক তৈরি হওয়ার পর মন্দির যাওয়ার রাস্তায় ভিড় কমেছে। সাধারণ মানুষ স্কাইওয়াক ব্যবহার করে উড়ালপথেই যাচ্ছেন মন্দিরে। তাই স্কাইওয়াকের নীচের রাস্তায় গাড়ি চলাচল সুগম হয়েছে। তবে কালীঘাট চত্বরে গাড়ি পার্কিংয়ের জায়গা প্রায় নেই বললেই চলে। যা রয়েছে, তা পর্যাপ্ত নয়। রাস্তার ধারেই দাঁড়িয়ে থাকে একের পর এক গাড়ি। স্বাভাবিক কারণেই রাস্তা অপরিসর হয়ে পড়ে। এই অবস্থায় এবার কালীঘাটে নতুন পার্কিং লট তৈরির তোড়জোড় শুরু করল কলকাতা পুরসভা। সেখানে পুরসভার একটি পুরনো বিল্ডিংয়ে বাইক এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।
পুরসভার ইঞ্জিনিয়ারিং বিভাগ জানাচ্ছে, মন্দিরের কাছেই পুরসভার একটি পুরনো বিল্ডিং ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে। প্রায় ২৫ বছর আগে বিল্ডিংটি তৈরি হয়েছিল ম্যালেরিয়া রোগীদের চিকিৎসার জন্য। কিন্তু শেষ অবধি সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। পরবর্তীকালে কোভিড পর্বে কালীঘাটের রাস্তায় থাকা ভিখারি ও ভবঘুরেদের থাকার জন্য এই বিল্ডিংয়ের তিনতলা এবং চারতলা খুলে দেওয়া হয়। এমনকী, পরে নাইট শেল্টারও বানানো হয়। তবে, একতলা এবং বেসমেন্ট ফাঁকাই পড়ে রয়েছে। কালীঘাট মন্দিরে যাঁরা গাড়ি নিয়ে আসবেন, তাঁরা বেসমেন্ট ও একতলায় গাড়ি পার্কিং করতে পারবেন। পুরসভার পার্কিং বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, কালীঘাটে গাড়ি পার্কিংয়ের সমস্যা রয়েছে। সেকারণে ওই বিল্ডিংয়ে নতুন পার্কিং লট বানানো হচ্ছে। এর ফলে মানুষের ভোগান্তি কমবে। পুরসভা সূত্রে খবর, ওই বিল্ডিংয়ের একতলায় ৬০-৬৫টি বাইক রাখা যাবে। বেসমেন্টে অন্তত ২০টি গাড়ি রাখার সুযোগ থাকবে। স্থানীয় কাউন্সিলার প্রবীরকুমার মুখোপাধ্যায় বলেন, পার্কিং লট তৈরি করা গেলে কালীঘাট চত্বরে এই সমস্যা অনেকটাই মিটবে। এই লক্ষ্যেই ওই বিল্ডিংয়ে প্রয়োজনীয় কাজ চলছে। খুব শীঘ্রই সেটি চালু হবে। কর্তৃপক্ষ জানাচ্ছে, দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার ফলে ওই বিল্ডিংয়ের সামনের অংশ দখল করে কেউ কেউ ব্যবসা করছিলেন। তাঁদের ইতিমধ্যেই সরানো হয়েছে। জায়গাটিকে সাফসুতরো করে গাড়ি রাখার জন্য নির্দিষ্ট স্থানে দাগ কাটা হচ্ছে। আলো সহ নানা পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে।