• বাগুইআটির স্কুল থেকে ২ লক্ষ টাকা চুরি, ২৪ ঘণ্টাতেই কিনারা
    বর্তমান | ২২ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সকালে অভিযোগ দায়ের। রাতের মধ্যেই গ্রেপ্তার অভিযুক্ত। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে স্কুল থেকে ২ লক্ষ টাকা চুরির কিনারা করল বাগুইআটি থানার পুলিস। সিসি ক্যামেরার ফুটেজ ও অন্যান্য সূত্র ধরে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। সে পেশায় রং মিস্ত্রি। তার কাছ থেকে চুরির সমস্ত টাকা উদ্ধারও করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম আরসাদ আলি। ইকোপার্ক থানার অধীনে রাজারহাট নবাবপুর এলাকায় তার বাড়ি। রবিবার রাতে তাকে ওই এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়েছে।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, বাগুইআটির একটি মন্টেসরি স্কুলে রঙের কাজ চলছিল। স্কুলের অফিস রুমে আলমারির ভিতর ক্যাশবাক্সে ২ লক্ষ ৯ হাজার ১৯৫ টাকা ছিল। সেই টাকা চুরি যায়। রবিবার সকালে কর্তৃপক্ষের বিষয়টি নজরে আসে। কিন্তু, কে বা কারা চুরি করেছে, তা অস্পষ্ট ছিল। রবিবার সকালেই কর্তৃপক্ষের পক্ষ থেকে বাগুইআটি থানায় চুরির লিখিত অভিযোগ দায়ের করা হয়। আইসি অমিত কুমার মিত্রের নেতৃত্বে একটি স্পেশাল টিম গঠন করে তদন্ত শুরু করে। আশপাশের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। যাঁরা রং করছিলেন, তাঁরাও সন্দেহের তালিকায় ছিলেন।

    একটি ফুটেজ দেখে পুলিস অভিযুক্ত আরসাদ আলিকে শনাক্ত করে। তারপরই রাতের মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়। জেরায় সে চুরির কথা কবুলও করে। তার কাছ থেকে ২ লক্ষ ৯ হাজার ১৯৫ টাকা উদ্ধারও হয়। সে পুলিসকে জানিয়েছে, রঙের কাজ করার সময়ই সে ওই টাকা চুরি করে। পুলিস জানিয়েছে, অতীতে তার বিরুদ্ধে চুরির রেকর্ড আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, গত সপ্তাহেই বাগুইআটির দেশবন্ধুনগরে একটি বাড়ির চুরির কিনারা করেছে পুলিস। দু’জনকে গ্রেপ্তার করে চুরির ৪ লক্ষ টাকা মূল্যের সোনার গয়নাও উদ্ধার করা হয়েছে। ফের এই স্কুলে চুরির ঘটনারও কিনারা হল।
  • Link to this news (বর্তমান)