• ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে প্রতারণা, অসম থেকে গ্রেপ্তার যুবক
    বর্তমান | ২২ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে এক কোটি দু’ লক্ষ টাকার প্রতারণা। এমন অভিযোগে কলকাতা সাইবার থানা অসম থেকে একজনকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম ভাস্কর বড়াল।  সোমবার ধৃতকে ট্রানজিট রিমান্ডে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক তাকে ২৪ এপ্রিল পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি আাদালতে জানান, এর আগে এক অভিযুক্ত ধরা পড়েছিল। তাঁকে জেরা করেই ভাস্করের সন্ধান পান গোয়েন্দারা। তাঁদের দু’জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতারণার ৩৯ লক্ষ টাকার হদিশ মেলে। এদিন সরকারি কৌঁসুলি ধৃতদের জামিনে জোরালো আপত্তি জানান। তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই ঘটনার পিছনে একটি চক্র রয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। পাশাপাশি ধৃতদের নামে কতগুলি ব্যাঙ্ক অ্যকাউন্ট আছে, তার তদন্তে নেমেছে পুলিস।
  • Link to this news (বর্তমান)