নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের বাসন্তী হাইওয়েতে পথ দুর্ঘটনা ঘটল। অটোর সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক অটোযাত্রীর। জখম হয়েছেন আরও পাঁচজন। তাঁরা সবাইক অটোতেই ছিলেন। পুলিস জানিয়েছে, মৃতের নাম আলিবর্দি খান চৌধুরী (৭৩)। হতাহতরা সবাই চন্দনেশ্বর থানা এলাকার কাশীনাথপুরের বাসিন্দা। সোমবার সকাল ১০টা নাগাদ ঘটকপুকুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। অটোর সামনে বসেছিলেন বৃদ্ধ। দুর্ঘটনার জেরে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। প্রাথমিকভাবে সব যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘাতক গাড়িটি ঘটনাস্থল থেকে চম্পট দেয়। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিস। অন্যদিকে, প্রগতি ময়দান থানা এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যুর হয় এক বাইকচালকের। মৃতের নাম অনুপ ভৌমিক (৫৪)। উত্তর ২৪ পরগনার আমডাঙার বাসিন্দা তিনি। দুপুর সাড়ে ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। চালকের মাথায় হেলমেট ছিল। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক গাড়ির সন্ধান চালাচ্ছে পুলিস।