• বহু অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও স্কুলের হাল খারাপ, ক্লাস করাই কঠিন
    বর্তমান | ২২ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সরকারি ভবনের হাল কেমন, তার খোঁজে করতে ব্লকে ব্লকে পরিদর্শনে নেমেছিলেন জেলার আধিকারিকরা। তাতে চমকে দেওয়ার মত তথ্য উঠে এসেছে। বহু স্কুল ভবন এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হাল খুব খারাপ। আধিকারিকরা মনে করছেন, দ্রুত সেগুলি মেরামত করা দরকার।

    স্কুল বিল্ডিংয়ের বড় সমস্যা হল রক্ষণাবেক্ষণ। অর্থের অভাবে সবাই সেই কাজ করে উঠতে পারেনি। ফলে কোথাও ফাটল ধরেছে ক্লাসের দেওয়াল বা ছাদে, কোথাও মিড ডে মিলের শেড ভেঙে রয়েছে। যেমন বজবজের একটি স্কুলের একাংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ সেটির হাল অত্যন্ত খারাপ। নতুন করে ওই অংশটি তৈরি করা হবে বলে ঠিক হয়েছে। 

    এছাড়া, অনেক গ্রামীণ এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হাল এতটাই খারাপ যে, সেখানে ক্লাস করাই কঠিন। বিশেষ করে সুন্দরবনের প্রান্তিক অঞ্চলের একাধিক কেন্দ্রে কোথাও ঘরের ছাদে ফাটল, কোথাও পানীয় জলের সমস্যা রয়েছে। আবার এমন বেশ কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, যেখানে শৌচালয় পর্যন্ত নেই।
  • Link to this news (বর্তমান)