• মোহনপুর গ্রাম পঞ্চায়েতে বসল ১৮ ওয়াটার এটিএম
    বর্তমান | ২২ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর শহর লাগোয়া মোহনপুর গ্রাম পঞ্চায়েতে ১৮টি ওয়াটার এটিএম বসানো হয়েছে। এই পঞ্চায়েতের ৩০টি ওয়ার্ড রয়েছে। প্রতিটিতেই ওয়াটার এটিএম বসানোর উদ্যোগী হয়েছে পঞ্চায়েত কর্তৃপক্ষ। এক একটি ওয়াটার এটিএম বসাতে খরচ করা হচ্ছে ৪.৫ লক্ষ টাকা। পঞ্চায়েত ভোটের আগে এটা ছিল তৃণমূলের প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি পূরণ হতে চলেছে বলে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কর জানান।  তিনি বলেন, আমাদের পঞ্চায়েতে গঙ্গা থেকে জল শোধন করে সরবরাহ করা হয়। কিন্তু তার মাধ্যমে চাহিদা পূরণ হয় না। তাই ডিপ টিউবওয়েল চালাতে হয়। আমরা চাই ডিপ টিউবয়েলগুলি বন্ধ করে দিতে। এজন্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তর জল জীবন মিশন কর্মসূচি নিয়েছে। প্রতি বাড়িতে জলের লাইন দেওয়া হয়ে গেলে আমাদের গ্রাম পঞ্চায়েতের কাউকে আর ভূগর্ভস্থ জল পান করতে 

    হবে না।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)