৬ কোটি ব্যয়ে গোবরডাঙায় শুরু হল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প
বর্তমান | ২২ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: নগরোন্নয়ন দপ্তরের ছ’কোটি ৩৫ লক্ষ টাকা খরচ করে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কাজ শুরু হল গোবরডাঙা পুরসভায়। রবিবার থেকেই কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে আবর্জনা থেকে জৈব সার উৎপন্ন হবে। আর সেই সার বিক্রি করে পুরসভার নিজস্ব আয়ও বৃদ্ধি পাবে।
গোবরডাঙা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বেলুনি ব্রিজ সংলগ্ন এলাকায় পুরসভার নিজস্ব সাত একর জমিতে রয়েছে ডাম্পিং গ্রাউন্ড। পুরসভার ১৭টি ওয়ার্ডের প্রতিটি বাড়ির আবর্জনা পৃথকভাবে সংগ্রহ করে ডাম্পিং গ্রাউন্ডে রাখা হয়। কয়েকমাস আগে সন্ধ্যার পরেও বাজারের আবর্জনা সংগ্রহের কাজ শুরু করেছে পুরসভা। এতদিন নোংরা, আবর্জনা পুরসভার নিজস্ব ডাম্পিং গ্রাউন্ডেই জমা করে রাখা হতো। এবার পুরসভার ওই ডাম্পিং গ্রাউন্ডেই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেয় রাজ্যের নগরোন্নয়ন দপ্তর। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের জন্য ইতিমধ্যেই পুরসভাকে চার কোটি ৩৯ লক্ষ টাকা বরাদ্দ করেছে দপ্তর। এছাড়া ডাম্পিং গ্রাউন্ডের জমির উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছে আরও ১ কোটি ৯৬ লক্ষ টাকা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ডাম্পিং গ্রাউন্ডে ‘ঢালু চাতাল’ (ওপেন উইন্ডো) করা হয়েছে। আর ওপেন উইন্ডোয় কয়েকটি ভাগ রয়েছে। এখানেই এখন শহরের পচনশীল আবর্জনা চাতালে জমা করা হচ্ছে। ২৮ দিনের মধ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে তৈরি করা হবে জৈব সার। আর তরল অংশ ড্রেন দিয়ে বের করে দেওয়া হবে। পাশাপাশি অপচনশীল বর্জ্য বাছাই করে টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হবে। প্রতি মাসে আবর্জনা থেকে ১২০ থেকে ১৪০ টন জৈব সার উৎপন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জৈব সার বিক্রির জন্য জেলার বিভিন্ন কৃষি সমবায়ের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।
গোবরডাঙা পুরসভার চেয়ারম্যান শংকর দত্ত এ প্রসঙ্গে বলেন, মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের পুরসভার সঙ্গে আমাদের পুরসভারও ঢালাও উন্নয়ন করছেন। শহরের সংগৃহীত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে এবার জৈব সার তৈরির কাজ শুরু হয়েছে। -নিজস্ব চিত্র