• তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপ্রকল্প নিয়ে প্রশাসনে
    বর্তমান | ২২ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপ্রকল্পের কাজ সম্পন্ন করতে হাইকোর্টের নির্দেশমতো দ্রুত বৈঠকের দাবি তুলেছে রেল চাই পক্ষ। সোমবার ‘কামারপুকুর রেল চাই পক্ষের’ তরফে কয়েকজন প্রতিনিধি গোঘাট-২ বিডিওর কাছে গণস্বাক্ষর করা আবেদনপত্র জমা দেন। উল্লেখ্য, ভাবাদিঘিতে এক দশকেরও বেশি সময় ধরে রেলপ্রকল্পের কাজ থমকে রয়েছে। তা নিয়ে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়। সংগঠনের তরফে রাকেশ মালিক, মানস মল্লিক বলেন, মাস দেড়েক আগে হাইকোর্ট এই রেল প্রকল্প নিয়ে পর্যবেক্ষণ দেয়। কাজে জটিলতা মেটাতে রাজ্যকে রেলের সঙ্গে বৈঠক করার নির্দেশও দেন প্রধান বিচারপতি। তিন মাসের মধ্যে কাজ শেষের নির্দেশও ছিল। যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে বৈঠক হয়ে কাজ শুরু হয় তার দাবি জানিয়ে এদিন বিডিওকে আবেদন করা হয়। তিনি আমাদের আবেদন প্রশাসনের শীর্ষস্তরে পাঠিয়ে দেবেন বলে আশ্বস্ত করেছেন।
  • Link to this news (বর্তমান)