• অ্যাপের মাধ্যমে কণ্ঠস্বর বদলে নিমতার যুবকের সঙ্গে প্রতারণা
    বর্তমান | ২২ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: যুবতীর ছবি সমাজমাধ্যমে দিয়ে বন্ধুত্বের আহ্বান জানানো হয়েছিল। অ্যাপের মাধ্যমে কণ্ঠস্বর বদলে কথা বলছিল একজন পুরুষ। সেই ফাঁদে পা দিয়েছিল নিমতার যুবক। মায়ের অসুস্থতার অজুহাত দিয়ে ধাপে ধাপে হাতিয়ে নেওয়া হয়েছিল প্রায় দু’লক্ষ টাকা। প্রতারিত যুবক নিমতা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে শিলিগুড়ির প্রতারক যুবক শুভদীপ রাহাকে গ্রেপ্তার করেছে। ধৃতকে জেরা করে পুলিস জেনেছে, বালুরঘাটের এক যুবককেও সে ফাঁদে ফেলে কয়েক দফায় ১৭ লক্ষ টাকা হাতিয়েছে।

    ধৃত শুভদীপের বাড়ি শিলিগুড়ি ১ নম্বর ডাবগ্রাম রবীন্দ্র সরণী এলাকায়। সোমবার তাকে বারাকপুর মহকুমা আদালতে হাজির করানো হলে বিচারক আটদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। প্রতারিত যুবকের নাম সৌমিত নন্দী। তাঁর বাড়ি নিমতা থানার দক্ষিণ প্রতাপগড়। বছর দেড়েক আগে ফেসবুকে তনুশ্রী মুখোপাধ্যায় নামের একটি অ্যাকাউন্ট থেকে সৌমিতের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। সেই অ্যাকাউন্টে লাস্যময়ী যুবতীর ছবি দেওয়া হয়েছিল। সৌমিত বন্ধুত্বের আহ্বানে সাড়া দেন। এরপর শুরু হয় আলাপ।  ঘনিষ্ঠতা বাড়তেই দু’জনের মধ্যে ফোন নম্বর আদানপ্রদানও হয়। সুরেলা কণ্ঠে মুগ্ধ হন যুবক। ফোনের মাধ্যমে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। এরপর বিয়ের প্রস্তাবও আসে। এমনকী, পরিবারের সদস্যদের নাম করে অ্যাপের মাধ্যমে বিভিন্ন জনের সঙ্গে কথাও বলানো হয়েছিল। ওই যুবতীর মা, দাদা, আত্মীয়ের সঙ্গে কথা বলছে ভেবে সৌমিতের কোনও সন্দেহ হয়নি। এরপর শুরু হয় প্রতারণার পরিচিত ছক। মায়ের অসুস্থতার কথা বলে ধাপে ধাপে ১ লক্ষ ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। এরপর সৌমিতের তরফে একাধিকবার দেখা করার প্রস্তাব গেলেও তা দিনের পর দিন এড়িয়ে যাওয়া হয়। পরে আরও টাকা চাওয়া হলে সৌমিতের টনক নড়ে। পরিচিত বন্ধুদের পরামর্শে তিনি নিমতা থানায় অভিযোগ দায়ের করেন।

    তদন্ত নেমে অভিযুক্তের ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে নিমতা থানার পুলিসের টিম শিলিগুড়িতে হানা দেয়। অভিযুক্ত শুভদ্বীপ রাহাকে পুলিস হাতেনাতে পাকড়াও করে। ধৃতকে জেরা করে পুলিস জেনেছে, বালুরঘাটের বাসিন্দা দিবাকর দাসকে একই কায়দায় ফাঁদে ফেলে কয়েক দফায় ১৭ লক্ষ টাকা সে হাতিয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতকে জেরা করে আর কেউ প্রতারিত হয়েছেন কি না, চক্রে আর কেউ যুক্ত রয়েছেন কি না, পুলিস তা খতিয়ে দেখছে।
  • Link to this news (বর্তমান)