• পাণ্ডবেশ্বরে জোড়া কঙ্কাল উদ্ধারে রহস্যের কিনারা করল ফরেন্সিক দল
    বর্তমান | ২২ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: পাণ্ডবেশ্বরে জোড়া কঙ্কাল উদ্ধার কাণ্ডের কিনারা করতে ফরেন্সিক টিমের সাহায্য নিচ্ছে পুলিস। সোমবারই পাণ্ডবেশ্বর থানার কুমারডিহি গ্রামে ফরেন্সিক টিমের সদস্যরা আসেন। টিমের তিনজন সদস্য ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন। পাশাপাশি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘটনাস্থলের ছবি তোলেন। খুলি, হাড়গোড়গুলি বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল। সেগুলির মধ্যে দূরত্বও পরিমাপ করেন তাঁরা। বেশ কিছুক্ষণ তদন্ত করার পর ফিরে যান বিশেষজ্ঞরা। এদিন সকালে পুলিস কুকুর এনেও কঙ্কালকাণ্ডের রহস্যভেদ করার চেষ্টা করে পুলিস। ঘটনাস্থলের যে অংশ থেকে নিখোঁজ দুই নাবালিকার পোশাক উদ্ধার হয় সেখানে প্রশিক্ষিত কুকুরটিকে নিয়ে যাওয়া হয়। পোশাক শুঁকিয়ে কুকুরটিকে ছেড়ে দেওয়া হয়। পুলিস কুকুরটি স্থানীয় একটি শ্মশানকালী মন্দির পর্যন্ত যায়। তাতেও খুব বেশি সূত্র মেলেনি। এখন রহস্যের কিনারা করতে ভরসা ফরেন্সিক দলের রিপোর্ট। আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেটের এসিপি পিন্টু সাহা বলেন, জোড়া কঙ্কাল উদ্ধার হয়েছে। তার পাশে কিছু পোশাক পাওয়া গিয়েছে। আমরা রহ঩঩স্যের কিনারা করতে সবরকম চেষ্টা করছি। এদিন ফরেন্সিক প্রতিনিধি দল এসে নমুনা সংগ্রহ করেছে। উল্লেখ্য, গতবছর ১ ডিসেম্বর পাণ্ডবেশ্বর থানার কুমারডিহি গ্রাম থেকে চতুর্থ শ্রেণির ছাত্রী যমজ দু‌ই পড়ুয়া নিখোঁজ হয়ে যায়। ফুটবল মাঠ থেকে দুই বোনের নিখোঁজ ঘিরে রহস্য ঘনীভূত হয়। শনিবার কুমারডিহি গ্রামের ডিহি পার্কের পিছনে ঝোপ লাগোয়া এলাকায় দু’টি খুলি ও কঙ্কাল উদ্ধার হয়। সেখানে কিছু পোশাক পাওয়া যায়। নিখোঁজ দু’জনের পরিবারের সদস্যরা জানায়, পোশাকগুলি দুই বোনের। এরপরই কঙ্কাল রহস্য আরও ঘনীভূত হয়। পুরো এলাকা ঘিরে পুলিস পিকেট বসিয়ে তদন্ত শুরু করে পুলিস। অবশেষে প্রায় পাঁচ মাস ধরে গলার কাঁটার মতো ঝুলতে থাকা এই নিখোঁজ রহস্যের কিনারা করতে আশাবাদী পুলিস।
  • Link to this news (বর্তমান)