হাসপাতালের মা ক্যান্টিনে খাবার খেলেন অতিরিক্ত জেলাশাসক
বর্তমান | ২২ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: মা ক্যান্টিনে পাঁচ টাকার টিকিট কেটে পাত পেড়ে বসে খেলেন হুগলির অতিরিক্ত জেলাশাসক অনুজপ্রতাপ সিং। সোমবার চুঁচুড়া হাসপাতালের সদ্য চালু হওয়া মা ক্যান্টিনে একদল অফিসারকে নিয়ে গিয়েছিলেন অতিরিক্ত জেলাশাসক। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, খাবারের মান খতিয়ে দেখতেই অতিরিক্ত জেলাশাসক ওই পদক্ষেপ করেন। পাশাপাশি, খাবারের মানের প্রশংসাও করেছেন তিনি। সম্প্রতি চুঁচুড়া পুরসভার তরফে হাসপাতালে ওই মা ক্যান্টিন চালু হয়েছিল।
এদিন আচমকা সেখানেই হানা দেন অতিরিক্ত জেলাশাসক। খাবার খাওয়ার পরে তিনি রান্নার জায়গা থেকে যাবতীয় বিষয় খুঁটিয়ে দেখেন। সেখানে খাবার খেতে আসা মানুষদের সঙ্গে তাঁদের অভাব-অভিযোগ নিয়ে কথাও বলেন। নিজস্ব চিত্র