পর্যটন দপ্তর ও জেলা পরিষদের উদ্যোগে সার্কিট ট্যুরিজমের পরিকল্পনা
বর্তমান | ২২ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, উলুবেড়িয়া: পর্যটকদের জন্য সুখবর। এবার রাজ্য পর্যটন দপ্তর এবং হাওড়া জেলা পরিষদের উদ্যোগে গোটা জেলায় সার্কিট ট্যুরিজম গড়ে তোলা হচ্ছে। জেলা পরিষদ সূত্রে খবর, সোমবার স্থায়ী সমিতির সভায় এই প্রস্তাব পাশ হয়েছে। গোটা পরিকল্পনা রাজ্য পর্যটন দপ্তরে পাঠানো হয়েছে। পর্যটন দপ্তরের ছাড়পত্র পেলেই এই কাজ শুরু হয়ে যাবে। হাওড়া জেলা পরিষদ সূত্রে খবর, জেলায় এই প্রথম সার্কিট ট্যুরিজম গড়ে তোলা হচ্ছে।
রাজ্যের পর্যটন মানচিত্রে হাওড়া জেলা অন্যতম একটি গুরুত্বপূর্ণ জায়গা। হাওড়া থেকে উলুবেড়িয়া, শ্যামপুর থেকে আমতা, বাগনান, উদয়নারায়ণপুরে গড়ে উঠেছে একাধিক পর্যটন কেন্দ্র। সারা বছর এইসব পর্যটন কেন্দ্রে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। এবার এইসব পর্যটন কেন্দ্রকে এক ছাতার নীচে নিয়ে এসে সার্কিট ট্যুরিজম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার হাওড়া জেলা পরিষদের বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব পাশ হয়েছে।
হাওড়া জেলা পরিষদের বন বিভাগের কর্মাধ্যক্ষ মানসকুমার বসু বলেন, রাজ্য পর্যটন দপ্তর ও হাওড়া জেলা পরিষদের যৌথ উদ্যোগে সার্কিট ট্যুরিজমের আওতায় পর্যটকদের জেলার বিভিন্ন পর্যটনস্থল, ধর্মীয় স্থান এবং হেরিটেজ স্থান ঘুরিয়ে দেখানো হবে। হাওড়া স্টেশনে পর্যটকদের টিফিন দেওয়ার পর বাস ছাড়বে। গড়চুমুকে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হবে। এরপর গাদিয়াড়া ঘুরে দেউলটির সামতাবেড়ে শরৎচন্দ্রের বাসতবাটিতে নিয়ে যাওয়া হবে। এরপর মেল্লকের মদনগোপাল মন্দির ঘুরিয়ে উদয়নারায়ণপুরের গড়ভবানীপুরে রানি ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে বেলুড় মঠে এসে সন্ধ্যা আরতি দেখে পর্যটকরা বাড়ি ফিরে যাবেন। রাজ্য পর্যটন দপ্তরের ছাড়পত্র পাওয়া গেলেই সার্কিট ট্যুরিজমের কাজ শুরু হবে বলে জানিয়েছেন মানসবাবু। নিজস্ব চিত্র