• পাকা কথা হয়েছিল ক্লাব হাউসে, বিয়ের পর সেই ইডেনে সস্ত্রীক দিলীপ, মিষ্টিমুখ করালেন সৌরভ
    প্রতিদিন | ২২ এপ্রিল ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্লাব হাউসেই পাকা কথা। বিয়ের চারদিনের মাথায় সেই ইডেনেই সস্ত্রীক দিলীপ ঘোষ। সোমবার স্ত্রীকে নিয়ে ক্লাব হাউসে বসে দেখলেন কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্সের ম্যাচ। স্বাভাবিকভাবে ‘টক অফ দ্য টাউন’ দম্পতিকে ঘিরে ছিল কৌতূহলীদের ভিড়। মাঠে দেখা হতেই তাঁদের শুভেচ্ছা জানালেন প্রাক্তন ক্রিকেটার থেকে বিপক্ষ রাজনৈতিক দলের বিধায়কও। আবার তাঁদের সিএবি প্রেসিডেন্টের ঘরে বসিয়ে মিষ্টিমুখ করালেন সৌরভ এবং স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সবমিলিয়ে কলকাতার ম্যাচ চলাকালীন এক অভিনব দৃশ্যের সাক্ষী হল ক্রিকেটের ‘স্বর্গোদ্যান’।

    গত শুক্রবার চার হাত এক হয়েছে। ‘হ্যাপিলি সিঙ্গেল’ থেকে ‘মিঙ্গেল’ হয়েছেন দিলীপ ঘোষ। দলেরই মহিলা কর্মী রিঙ্কু মজুমদারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন। প্রাতঃভ্রমণে বেরিয়ে ইকো পার্কেই মন দেওয়া-নেওয়া হলেও পাকা কথা হয়েছিল ইডেনের ক্লাব হাউসেই। তাও আইপিএলের ম্যাচ দেখার সময়ই। এদিন সেই ক্লাব হাউসে স্ত্রী রিঙ্কুকে পাশে নিয়ে খেলা দেখলেন দিলীপ।

    আজ, সোমবার শুভমান গিলদের বিরুদ্ধে শক্তিপরীক্ষা ছিল রাসেন-নারিনদের। সেই দ্বৈরথ দেখতে হাজির ছিলেন প্রাক্তন ক্রিকেটাক তথা বিজেপি বিধায়ক অশোক দিন্দা। দলের প্রাক্তন রাজ্য সভাপতির সঙ্গে দেখা হতেই নতুন জীবনের শুভেচ্ছা জানালেন দিন্দা। ক্লাব হাউসে ছিলেন কামারহাটির ‘দামাল ছেলে’ বিধায়ক মদন মিত্র। রাজনৈতিক বৈরিতা ভুলে দিলীপকে জড়িয়ে ধরেন তিনি। নতুন ইনিংসের জন্য শুভেচ্ছাও জানান। সেখানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নব দম্পতিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টিমুখ করান তিনি।

    সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সিএবি প্রেসিডেন্ট। সেই ঘরে নিয়ে যাওয়া হয় দিলীপ ও রিঙ্কুকে। থালায় সাজিয়ে মিষ্টিও দেওয়া হয় নব দম্পতিকে। সেখানে সাংবাদিকরা একাধিক প্রশ্ন করলে দিলীপ ঘোষের উত্তর, “এটাই দিলীপ ঘোষ। মাঠে খেলাও করে আবার আন্দোলনও করে। ৪০ বছর ধরে এটা করছে।”
  • Link to this news (প্রতিদিন)