সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুপম হাজরার (Anupam Hazra) নিশানায় এবার কে? সোমবার সকালে বোলপুরের প্রাক্তন সাংসদের ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা মাথাচাড়া দিয়েছে। যদিও অনুপম হাজরা তাঁর পোস্টে কারও নামোল্লেখ করেননি।
সোশাল মিডিয়ায় অনুপম লেখেন, “এক ছিল জগাই, এক ছিলো মাধাই… লক্ষ্য শুধু একটাই ? পার্টি বেচে কামাই, কামাই আর কামাই… কারণ তারা হল চোরে চোরে মাসতুতো ভাই… কিন্তু সব খেল বিগড়ে দিল ও পাড়ার কানাই… মিডিয়ার সামনে বাজিয়ে দিল চোর জগা’র ব্যান্ড-বাজা-সানাই… এখন মাধাই বড় চিন্তায়… জগারে বলে ? দেখ ভাই, আমি এখন সংগঠনের মাথায়… আমার নাম আনিস না সামনে, দিস না বারা ভাতে ছাই… লোকে আবার গালিগালাজ শুরু করলে… আবার সেই মাকে জড়িয়ে ধরা ছবি ছড়িয়ে সিমপ্যাথি নিতে হবে ভাই…।”
ওয়াকিবহাল মহলের মতে, এই পোস্টটি আসলে সাংসদ জগন্নাথ চট্টোপাধ্যায়কে খোঁচা দিতেই করেছেন অনুপম। বিশেষত প্রাক্তন সাংসদের পোস্টে থাকা ‘জগাই’ শব্দটি নাকি সে ইঙ্গিতই করছে। যদিও অনুপম এই পোস্টটির একেবারে উপরে তিনি লেখেন, “বাস্তবের সঙ্গে কোনও মিল খুঁজে পেলে, সেই মাথাব্যথা আপনার…।”
প্রসঙ্গত, সক্রিয় রাজনীতি থেকে বহুদিনই দূরে অনুপম হাজরা। তাঁকে গেরুয়া শিবিরের মিটিং, মিছিলে সেভাবে আর দেখা যায় না। বরং সাম্প্রতিককালে অনুপমের সোশাল মিডিয়া পোস্টে একাধিকবার অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপিকে। অবশ্য বঙ্গ বিজেপিতে ‘আমরা-ওরা’ নতুন নয়। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বাংলায় সংগঠন সেভাবে মজবুত করতে পারেনি গেরুয়া শিবির। সে কারণে একের পর এক ভোটে ভরাডুবির সাক্ষী তারা। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেও সংগঠন মজবুত তো দূর, ‘গোষ্ঠীদ্বন্দ্বে’ জর্জরিত বিজেপি নিজের দলের নেতানেত্রীদের একে অপরকে আক্রমণে ব্যস্ত।