আন্দোলন চলবে, মহাসমাবেশ হবে। মঙ্গলবার সকালে সাফ জানিয়ে দিলেন চাকরিহারারা। তাদের কথায়, 'এর শেষ দেখে ছাড়ব। রাস্তা থেকে সরছি না।'
মঙ্গলবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে চাকরিহারাদের এসএসসি অভিযান নিয়ে অদ্ভুত মন্তব্য করলেন দিলীপ ঘোয। তিনি বলেন, ‘আন্দোলন করা বাংলার ফ্যাশন। সব ব্যাপারে আমরা আন্দোলন করি। আন্দোলন চলবে। তবে এই সরকারের কাছ থেকে কিছু পাওয়া যাবে না। এদের সমস্যার সমাধান একমাত্র কোর্টই করতে পারে।’
মুর্শিদাবাদে হিংসা ও অশান্তির ঘটনায় রাজ্যে রাষ্ট্রপতি শাসনের আবেদন জানিয়ে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। মঙ্গলবার বিচারপতি বি আর গাভাইয়ের ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। দেবদত্ত মাজি এবং মণি মুঞ্জল নামে রাজ্যের দুই বাসিন্দা ওই মামলা দায়ের করেছেন।
রিভিউ পিটিশনের আগে তালিকা প্রকাশ সম্ভব নয়। মধ্যরাতে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে SSC। এতে আগুনে ঘি পড়েছে। ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন চাকরিহারারা। তাঁদের দাবি, যোগ্যদের বেতন দিতে পারলে, তালিকা কেন নয়?
আজ মঙ্গলবার থেকে কলকাতার তাপমাত্রা বাড়তে চলেছে। সপ্তাহের শেষ দিকে রাতের তাপমাত্রা খুব বেশি না বাড়লেও দিনের তাপমাত্রা ৩৭ বা ৩৮ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহে চলতে পারে। উত্তরবঙ্গের তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। আগামী চার-পাঁচ পরিবেশ একই রকম থাকবে।
আজ মেদিনীপুরের প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ ময়দানে সভা করার কথা রয়েছে। গত দু’দিন ধরে চলছে তারই প্রস্তুতি। সভাস্থলে মণ্ডপ বাঁধার কাজ শেষ। তৈরি হয়ে গিয়েছে হেলিপ্য়াডও। নিরাপত্তা নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন জেলাশাসক ও প্রশাসনিক কর্তারা। প্রসঙ্গত, সোমবার শালবনিতে জোড়া পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করেন মুখ্য়মন্ত্রী।
রাত কেটে ভোর হয়েছে। চাকরিহারারা সরেননি। এখনও এসএসসি ভবনের সামনের রাস্তায় খোলা আকাশের নীচে বসে আছেন তাঁরা। পানীয় জল নেই, শৌচাগার নেই। এই নিয়ে গতকাল সোমবার রাতে এসএসসি ভবনের নিরাপত্তারক্ষীদের সঙ্গে একপ্রস্থ কথা কাটাকাটিও হয় চাকরিহারাদের। এসএসসি কর্তাদের জন্য আনা খাবারও কেড়ে নেন তাঁরা। চাকরিহারাদের কথায়, ‘আমরা খালি পেটে আছি, ওরা কেন খাবে?’
আজ মহাসমাবেশ। এসএসসি ভবনের সামনে রাতভর অবস্থানে রয়েছেন চাকরিহারারা। যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ হয়নি। এবার সাধারণ জনগণকেও আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন চাকরিহারারা। সবাই মিলে হবে মহাসমাবেশ।