• ফিরল প্যাচপ্যাচে গরমের দিন, ৫ জেলার জন্য আরও খারাপ খবর
    এই সময় | ২২ এপ্রিল ২০২৫
  • ফের আর্দ্রতাজনিত অস্বস্তি শুরু দক্ষিণবঙ্গে। বিশ্রি গরমে জ্বলছে শহরবাসী। মঙ্গলবার থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ। তার সঙ্গে জলীয় বাষ্পের বাড়বাড়ন্তে ঘেমেনেয়ে একসা হতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। শুধু তাই নয়, চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে। জেলায় জেলায় লু-এর পরিস্থিতি ফিরবে ফের।

    মঙ্গলবার ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে চলেছে তাপমাত্রা। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি পাঁচ জেলাতে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। শনিবার ও রবিবার কিছু জেলায় হাঁসফাঁস করার মতো পরিস্থিতির সম্ভাবনা রয়েছে।

    কলকাতায় রাতের তাপমাত্রা খুব বেশি না বাড়লেও দিনের তাপমাত্রা ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে এই সপ্তাহের শেষের দিকে। সোমবার দিনের তাপমাত্রা ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। যা মঙ্গলবার এক লাফে ৩৬ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে। শুক্র, শনিবার ৩৭ ডিগ্রি হতে পারে তা। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৬৪ থেকে ৮৪ শতাংশ।

    দক্ষিণবঙ্গে জ্বালাপোড়া চললেও উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবারও উত্তরের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

  • Link to this news (এই সময়)