এই সময়: আনুষ্ঠানিক ভাবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির সমাপ্ত হয়ে যাওয়ার পরেও জনতাকে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি বেসরকারি চক্ষু চিকিৎসালয়ে সোমবার ৯ জন প্রবীণ ব্যক্তির নিখরচায় ছানি অপারেশন করা হয়েছে।
‘সেবাশ্রয়’ চলার সময়ে যাঁরা চোখের সমস্যা নিয়ে এসেছিলেন তাঁদের ধাপে ধাপে চিকিৎসা হয়েছে। বহু মানুষের ছানি অপারেশন হয়েছে। অনেককে চশমা দেওয়া হয়েছে।
গত ২ জানুয়ারি ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে আনুষ্ঠানিক ভাবে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির শুরু হয়েছিল। মোট ৭৫ দিন ধরে সাতটি বিধানসভায় দুই দফায় এই স্বাস্থ্য শিবির হয়েছিল। লক্ষ লক্ষ মানুষ এই শিবিরগুলিতে এসেছেন। জটিল রোগ নিয়ে এসেছিলেন এমন অনেক রোগীর চিকিৎসা হয়েছে ‘সেবাশ্রয়’–এর মাধ্যমে। কলকাতার বিভিন্ন হাসপাতাল ছাড়াও বেঙ্গালুরুতে কয়েক জনের উন্নত চিকিৎসা করানো হয়েছে।
‘সেবাশ্রয়’ শিবির শেষ হয়ে যাওয়ার পরেও এই স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছেন অভিষেক। নিখরচায় সোমবার প্রবীণদের ছানি অপারেশন হওয়ার প্রসঙ্গে এক্স হ্যান্ডলে অভিষেক বলেছেন, ‘গত ২ জানুয়ারি যখন সেবাশ্রয় শুরু হয়েছিল তখন নৈতিক ভাবে দেউলিয়া বিরোধীপক্ষ এই উদ্যোগকে উপেক্ষা করেছিল। রাজনৈতিক চমক বলতে চেয়েছিল। আমি তাঁদের উদ্দেশে বলছি, অ্যাকশন স্পিকস লাউডার দ্যান ওয়ার্ডস। এটা যদি চমক হতো, তা হলে আনুষ্ঠানিক ভাবে সেবাশ্রয় সমাপ্ত হওয়ার পরেও আমরা মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ চালিয়ে যেতাম না।’
ডায়মন্ড হারবার লোকসভার জনতার সুখে–দুঃখে তিনি যে রয়েছেন সেই বার্তাও দিয়েছেন অভিষেক। তাঁর কথায়, ‘আমরা মানুষের সঙ্গে পথচলায় বিশ্বাস করি। তাঁদের সুখে দুঃখে থাকি। মানুষের সেবা করার এই লক্ষ্য থেকে আমরা কখনও বিচ্যুত হব না।’