এই সময়: ভর্তি হয়ে দিনের দিন ছুটি মেলে, এমন অনেক ছোটখাটো সার্জারি আছে। কিন্তু দিনের দিন ডিসচার্জ বলে মেলে না স্বাস্থ্যবিমার টাকা। অনেক হাসপাতাল তাই ঘুরপথে রোগীকে একদিন ভর্তি রেখে দেয় বিমার টাকার জন্য। আবার স্বাস্থ্যবিমায় কেটে নেওয়া হয় বিপুল পরিমাণ নন–মেডিক্যাল চিকিৎসা সরঞ্জামের টাকাও।
এ বার এই সব ঝামেলা অতীত হতে চলেছে। রাজ্যের বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান নিয়ন্ত্রক সংস্থা ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের সঙ্গে সোমবার ১১টি স্বাস্থ্যবিমা সংস্থার বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিমা কোম্পানিগুলি।
কমিশনের চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, ‘চারটি সরকারি–সহ ১১টি বিমা সংস্থার সঙ্গে ধনধান্য সভাগৃহে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আবহে আমাদের বৈঠক হয় ঘণ্টা দুয়েক। সেখানে হাসপাতাল ও সাধারণ মানুষের অভিযোগের বিষয়টি বিমা সংস্থাগুলিকে জানানো হয়। আলোচনার পরে ওঁরা একযোগে জানান, এ বার থেকে ডে–কেয়ার সার্জারিও বিমা সংস্থা কভার করবে। এমনকী, টাকা পাওয়া যাবে নন–মেডিক্যাল আইটেমেও।’
চেয়ারম্যান জানান, ডিসচার্জের পরে অনর্থক দেরির বিষয়টিও আলোচিত হয়। সেখানে বিমা সংস্থাগুলি দাবি করে, ঘণ্টা দুয়েকের মধ্যে সেটলমেন্ট নিশ্চিত করা হবে আগামী দিনে। কয়েক মাস আগে একটি বেসরকারি বিমা সংস্থার তরফে হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ জানানো হয় কমিশনে। তখন কমিশন বলে, একটি সংস্থার নয়, বাকি সংস্থাদের বক্তব্যও শুনতে চায় কমিশন। সেই মতো এ দিনের বৈঠক আয়োজিত হয়।
আরও বেশ কয়েকটি সমস্যার কথাও ওঠে বৈঠকে। তার সমাধানসূত্র বের করার চেষ্টা করা হবে বলে জানায় বিমা সংস্থাগুলি। কমিশনের চেয়ারম্যান জানান, আগামী দিনে বিমা সংস্থা, বেসরকারি হাসপাতাল এবং কমিশনের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক আয়োজিত হবে রোগীস্বার্থে।