দক্ষিণবঙ্গে দাবদাহ, একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা! কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
বর্তমান | ২২ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহর কলকাতায় বজায় থাকবে গরমের অস্বস্তি। আজ, মঙ্গলবার শহরের আকাশ সকালের দিকে ছিল আংশিক মেঘাচ্ছন্ন। তবে বেলা বাড়তেই তেড়েফুঁড়ে উঠেছে রোদ। ফলে আমজনতার অস্বস্তি বহাল।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক, আজ কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ডিগ্রি ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল, সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৯.১ ডিগ্রি। ফলে পূর্বাভাস মোতাবেক, গতকালের তুলনায় আজ বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা। অন্যদিকে, বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার কোন কোনও জায়গায় তাপপ্রবাহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই জেলাগুলিতে আজ থেকেই তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রির আশেপাশে। অন্যদিকে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সপ্তাহান্তে এই জেলাগুলিতে বৃষ্টিপাত হয়ে সাময়িক স্বস্তি ফিরতে পারে।