চা খাবেন না SSC চেয়ারম্যান,খাবেন না তিনি চা! চাকরিহারাদের রোষের মুখে চায়ের ভাঁড়
হিন্দুস্তান টাইমস | ২২ এপ্রিল ২০২৫
গতরাতে এসএসসি ভবনে খাবার ঢুকতে দেননি আন্দোলনরত চাকরিহারা শিক্ষকরা। আর আজ সকালে চা ঢুকতে বাধা তাঁদের। জানা যায়, আজ সকাল সাড়ে ছ'টা নাগাদ এক ব্যক্তি ফ্লাস্কে করে চা এবং মাটির ভাঁড় নিয়ে ঢুকছিলেন এসএসসি ভবনে। তবে তাঁকে ঢুকতে বাধা দেন আন্দোলনকারীরা। চাকরিহাদের অভিযোগ, সেই চা এসএসসি চেয়ারম্যানের জন্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই আবহে তাঁরা দাবি করেন, সারারাত যখন শিক্ষকরা খালি পেটে থেকেছেন, তখন চেয়ারম্যান ভিতরে ঘুমিয়েছেন। এই আবহে সেই ব্যক্তির হাত থেকে মাটির ভাঁড় ছিনিয়ে নিয়ে তা ভেঙে ফেলেন বিক্ষুব্ধ শিক্ষকরা।
এর আগে গতকাল রাত যত গভীর হয়েছে, চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের ঝাঁঝ আরও বেড়েছে। এসএসসি ভবন ঘিরে ধরে 'হিউম্য়ান চেন' তৈরি করেছিলেন প্রতিবাদীরা। এরই সঙ্গে এসএসসি ভভনের দুটো গেট বন্ধ করে দিয়েছেন বিক্ষোভ প্রদর্শনরত চাকরিহারারা। এদিকে এসএসসি ভবনে আটকে পড়া কর্তারা ততক্ষণে বুঝে গিয়েছেন যে রাতে সেখানেই থাকতে হতে পারে। এই আবহে হোটেল থেকে খাবার অর্ডার করা হয়েছিল। তবে সেই খাবার এসএসসি ভবনে ঢুকতেই দিলেন না চাকরিহারা শিক্ষকরা। শুধু তাই নয়, মাটিতে ফেলে সেই খাবার নষ্ট করেন প্রতিবাদীরা। আন্দোলনরত চাকরিহারাদের বক্তব্য ছিল, তাঁরা সারাদিন না খেয়ে সেখানে বসে আছেন। এই আবহে এসএসসি কর্তারা কীভাবে খাবার খান? তাঁদের বিবেক নিয়ে প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা।
এদিকে আন্দোলনের মুখে এসএসসি গভীর রাতে জানায়, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে তারা। এক বিবৃতি জারি করে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, '২০১৬ সালে শিক্ষক নিয়োগের বিষয়ে স্পষ্ট করে বলা হচ্ছে যে, এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে। এবং বিভাগ কর্তৃক জানানো হচ্ছে, যে শিক্ষকেরা চাকরি করেছেন, তাঁদের বেতন বর্তমান ব্যবস্থা অনুসারে বিতরণ করা হবে।' তবে এতে মন গলেনি আন্দোলনরত চাকরিহারাদের। তাঁদের স্পষ্ট বার্তা, যোগ্যদের সার্টিফায়েড তালিকা প্রকাশ না করা হলে তাঁরা অবস্থান বিক্ষোভ জারি রাখবেন। এই আবহে আজ এসএসসি ভবনের সামনে মহা সমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। সেখানে সাধারণ মানুষদের যেতে আহ্বান জানিয়েছেন তাঁরা।