• জলে কলকাতা পুলিশের ভাবমূর্তি, এবার ASI-এর থাপ্পড় কাণ্ডে শুরু তদন্ত
    হিন্দুস্তান টাইমস | ২২ এপ্রিল ২০২৫
  • আরজি কর কাণ্ড থেকে শুরু হয়েছে। কলকাতা পুলিশের ভাবমূর্তির গ্রাফ যেন তখন থেকেই নিম্নমুখী। সম্প্রতি আবার কসবায় শিক্ষকের বুকে লাথি মেরে নতুন সমালোচনার মুখে পুলিশ। এরই মাঝে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পুলিশের আরও এক 'কীর্তি'। অভিযোগ, এক ট্রাফির সার্জেন্টকে ডিজিলকারে থাকা লাইসেন্স দেখানো সত্ত্বেও তিনি তা গ্রহণ করেননি। লাইসেন্সের হার্ডকপি দেখতে চান। এই নিয়ে বচসা হয় এবং সেই বাইক আরোহীকে থাপ্পড় মারেন এক এএসআই। এদিকে এই ঘটনায় তদন্ত শুরু করেছে ডিপার্টমেন্ট।


    রিপোর্ট অনুযায়ী, সুপর্ণ অধিকারী নামক এক যুবক একটি ভিডিয়ো আপলোড করেছিলেন ফেসবুকে। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে ফেসবুকে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই তুলোধনা করেছে সেই অভিযুক্ত ট্রাফিক পুলিশ কর্মীকে। জানা গিয়েছে, অভিযুক্ত বাঁশদ্রোণী পুলিশ স্টেশনের এএসআই। তবে তিনি সেখানকার নিযুক্ত সার্জেন্ট নন। তিনি ট্রাফিক ইউনিটের সঙ্গে যুক্ত নন। এই আবহে ডিসি


    দাবি করা হচ্ছে, এক বাইক আরোহী বিনা হেলমেটে যাচ্ছিলেন, তখন তাঁকে ধরেছিলেন সেই পুলিশ আধিকারিক। এদিকে কেস দেওয়ার সময় সেই বাইক আরোহীর লাইসেন্স দেখতে চান সেই পুলিশকর্মী। সেই বাইক আরোহী নাকি তখন মোবাইলে ডিজিলকারে থাকা তাঁর লাইসেন্স দেখান। তবে পুলিশকর্মী সেটি গ্রহণ করতে অস্বীকার করেন। তিনি বারবার বলতে থাকেন 'লাইসেন্স দেখান, কেস নিয়ে চলে যান'। এদিকে পুলিশকর্মীকে না বোঝাতে পেরে সেই বাইক আরোহী বলেন, 'তাহলে অনলাইনে কেস পাঠিয়ে দিন'। এরপর দু'দনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, সেই পুলিশকর্মী তেড়ে আসেন। এরপর হঠাৎ বাইক আরোহীর হাত থেকে ফোনটা পড়ে যায়। দাবি করা হয়, পুলিশকর্মীর থাপ্পড়ের জেরেই বাইক আরোহীর হাত থেকে ফোন পড়ে যায়।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)