'সুপ্রিম কোর্ট আমাদের যোগ্য-অযোগ্যের তালিকা দিতে বলেনি', আন্দোলনের মাঝে ব্রাত্য
হিন্দুস্তান টাইমস | ২২ এপ্রিল ২০২৫
চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের ঝাঁঝ বেড়েছে। গতকাল সারারাত এসএসসি ভবনের সামনে বসে তাঁরা স্লোগান তুলে গিয়েছেন। যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশের দাবিতে অনড় থেকেছেন তাঁরা। এরই মাঝে আন্দোলনকারীদের ধৈর্য ধরার বার্তা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এরই সঙ্গে তিনি দাবি করেন, যোগ্য-অযোগ্যের তালিকা প্রকাশ করার কোনও নির্দেশ সুপ্রিম কোর্ট দেয়নি। এই আবহে আশ্বাস দেওয়ার পাশাপাশি বিভ্রান্তি বজায় রাখলেন শিক্ষামন্ত্রী।
এর আগে চাকরি বাতিলের মামলায় শীর্ষ আদালতে এসএসসি আবেদন জানিয়েছিল যাতে যোগ্য শিক্ষকদের আপাতত পড়াতে দেওয়া হয়। এই আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, যে সকল শিক্ষকের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, তাঁরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন এবং পড়াতে পারবেন। তবে এরপরও শিক্ষকরা বিভ্রান্ত। কারণ কারা যে যোগ্য, আর কারা অযোগ্য... কারা স্কুলে যেতে পারবেন এবং কারা যেতে পারবেন না, তা এখনও স্পষ্ট নয়। সোমবার যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করা হবে বলেও তা প্রকাশ করেনি এসএসসি। এই আবহে মুখ খুলেছেন ব্রাত্য বসু।
টিভি৯ বাংলাকে ব্রাত্য বসু সোমবার রাতে বলেছেন, 'আমরা পরিষ্কার জানিয়েছি, যাঁরা যোগ্য শিক্ষক, ৩১ শে ডিসেম্বর পর্যন্ত কাজ করবেন। মাইনে পাওয়া নিয়ে সমস্যা নেই। এই আন্দোলনের মানে নেই। আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি। সুপ্রিম কোর্ট আমাদের বলেনি যোগ্য-অযোগ্যের তালিকা দিতে। তবে সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। তাই এত অধৈর্য হলে চলবে না। যাঁরা আন্দোলন করছেন, তাঁদের মধ্যে যোগ্যরা মাইনে পান নিশ্চয়ই আমরা চেষ্টা চালাব। এসএসসি বলেছিলো আইনি পরামর্শ নিয়ে তালিকা দেবে। যেমন পরামর্শ পেয়েছে তেমন কাজ করেছে।'
এর আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, সিবিআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতেই এসএসএসির কাছে যোগ্য-অযোগ্য সংক্রান্ত তথ্য আছে। এই আবহে চাকরিহারাদের প্রশ্ন, তালিকা যদি থাকে তাহলে কেন দিতে পারছে না তারা? তাঁদের অভিযোগ, অযোগ্যদের বাঁচাতেই এই কাজ করছে এসএসসি। এদিকে ব্রাত্য বসুর বক্তব্য, 'যাঁরা যোগ্য শিক্ষক, ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁরা কাজ করবেন। তাঁদের মাইনে পাওয়া নিয়ে সমস্যা নেই।' তবে যোগ্য কারা? সেটাই তো এখনও তালিকা দিয়ে জানাতে পারল না এসএসসি।