সোমবার পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তাঁদের যুগলবন্দিতে শুধু তাপবিদ্যুৎ কেন্দ্র নয়, ২০০০ একরের শিল্পপার্কেরও শিলান্যাস হয়েছে শালবনিতে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠান থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগকে স্বাগত জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং জিন্দল গোষ্ঠীকে প্রশংসায় ভরিয়ে দেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
তাঁর ভাষায়, ‘সজ্জন জিন্দল এবং তাঁর সংস্থাকে ধন্যবাদ কলকাতা তথা পশ্চিমবঙ্গকে বেছে নেওয়ার জন্য। আগে তাঁদের সিমেন্টের কারখানা ছিল, এখন তাপবিদ্যুৎ কেন্দ্রও হতে চলেছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যেখানেই জিন্দল গোষ্ঠী বিনিয়োগ করেছে, সেখান শুধু কর্মসংস্থান হয়নি, এলাকার আমূল পরিবর্তন করে দেন তাঁরা।’ সৌরভের সংযোজন, ‘জিন্দলরা এসে শালবনির পরিবেশ পাল্টে দিয়েছেন। আগামী পাঁচ বছরে অনেক উন্নতি হবে শালবনির। প্রচুর কর্মসংস্থান তৈরি হবে। মুখ্যমন্ত্রী সব সময় পাশে থাকেন। শালবনির তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য গোটা রাজ্যেরই সার্বিক উন্নয়ন হবে।’
শালবনির কারখানা প্রসঙ্গে সৌরভেরও বক্তব্য, ‘আমি যখন এই অনুষ্ঠানে যোগ দিতে আসছিলাম তখন শুধু সিমেন্ট প্ল্যান্ট দেখিনি। আমি ডানদিকে খেলার মাঠ, থাকার জায়গা দেখেছি। তাই বলতে পারি এটা শুধু কারখানা তৈরি বা উৎপাদনের বিষয় নয়, রাজ্যের সার্বিক উন্নয়নের স্থান এটি, মানুষের জীবনের উন্নতি হবে এই প্রকল্পের জন্য।’ সেই সঙ্গে সৌরভ এও আশা করেন, জিন্দল গোষ্ঠী তাঁদের বিনিয়োগ শুধু মেদিনীপুরেই আটকে রাখবেন না, বরং সারা রাজ্যেই তাঁদের প্রসার ঘটাবেন।