• চলতি সপ্তাহে চড়বে পারদ, তাপপ্রবাহের সতর্কতা
    দৈনিক স্টেটসম্যান | ২২ এপ্রিল ২০২৫
  • গত সপ্তাহে ভিজেছিল রাজ্য। কিন্তু হাওয়া অফিস জানিয়ে দিয়েছিল, এই স্বস্তি সাময়িক। চলতি সপ্তাহ থেকেই বাড়বে তাপমাত্রা। সেই সম্ভাবনাকে সত্যি করেই সোমবার থেকেই অস্বস্তিকর গরমে নাজেহাল হয়েছে কলকাতা সহ গোটা রাজ্য। এবার ফের মঙ্গলবার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পশ্চিমের জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়ায় বাড়তে চলেছে পারদ। এর ফলে তীব্র দাবদাহে অসুস্থ হয়ে পড়তে পারেন রাজ্যবাসী।

    সোমবার সকাল থেকেই চাপা গরম অনুভব করেছেন রাজ্যের মানুষ। হাওয়া না থাকায় অনবরত ঘাম ঝড়েছে সবার। চিন্তার বিষয় আগামী কয়েকদিনে তাপমাত্রার বিশেষ কোনো হেরফের হবে না। সারাদিনই থাকবে ভ্যাপসা গরম। চলতি সপ্তাহে প্রায় ৬ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে।

    মূলত ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলিকে সতর্ক করা হয়েছে। এই জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াতে পারে। আবহাওয়াবিদরা বারবার সাধারণ মানুষকে বাইরে যাওয়ার সময় ছাতা, জল সঙ্গে রাখার নির্দেশ দিয়েছেন।

    তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিনে উত্তরের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)