দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনকে ঘিরে ফের বিতর্কের ঝড় উঠেছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জগন্নাথ ধামের উদ্বোধনের দিনেই শুভেন্দু পাল্টা পূর্ব মেদিনীপুরের কাঁথিতে ‘সনাতনী সম্মেলন’-এর ডাক দিয়েছেন। তাঁর কথায়, ‘সেই দিন রাজ্যের পাঁচশোর বেশি সাধু-সন্ত থাকবেন। সারাদিন গীতাপাঠ, যজ্ঞ, ভাগবত পাঠ চলবে। সব গ্রামে সনাতনী পতাকা উত্তোলন হবে। কোনও রাজনৈতিক দলের পতাকা থাকবে না, সবাই একজোট হয়ে মমতাকে বয়কট করবে।’
শুভেন্দু তীব্র ভাষায় ফিরহাদ হাকিমকেও নিশানা করেন। বলেন, ‘হিন্দু বেল্টে দাঁড়িয়ে আগে জিতুক ফিরহাদ, তারপর কথা বলব। উনি ৭৫% মুসলিম ভোটারওয়ালা এলাকায় দাঁড়িয়ে জিতেছে।’
এই সমস্ত মন্তব্যের এদিন তীব্র প্রতিক্রিয়া দেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটাক্ষের জবাবে তিনি স্পষ্ট বলেন, ‘মানুষই মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছেন। ওনাকে কে বয়কট করবেন, শুভেন্দুর এত সাহস কী করে হয়?’ কটাক্ষের সুরে ফিরহাদ বলেন, ‘মানুষই ওঁকে বিরোধী দলনেতা বানিয়েছিল, আর কয়েকদিন পর সেটাও থাকবে না। মানুষ বুঝে গিয়েছে কারা সত্যিকারের পাশে আছে।’