• দক্ষিণে বইবে লু! তাপমাত্রার সঙ্গে বাড়বে আর্দ্রতাও, উত্তরে ধেয়ে আসছে বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টি
    ২৪ ঘন্টা | ২২ এপ্রিল ২০২৫
  • অয়ন ঘোষাল: আজ থেকে চড়চড় করে বাড়বে তাপমাত্রা। কোনো কোনো জেলায় এর দোসর হবে অস্বাভাবিক জলীয় বাষ্প। তেতে পুড়ে অথবা ঘেমে নেয়ে নাজেহাল হবে রাজ্যবাসী। বুধ বৃহস্পতিবার থেকে ক্রমশঃ শুষ্ক হবে পরিস্থিতি। লু এর মতো পশ্চিমের গরম হওয়ার দাপট বাড়বে জেলায় জেলায়। 

    দক্ষিণবঙ্গ

    আজ মঙ্গলবার থেকে তাপমাত্রা হু হু করে বাড়বে। কিছুটা জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। পরে শুষ্ক আবহাওয়া। চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে চলেছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তাপ প্রবাহের পরিস্থিতি পাঁচ জেলাতে। ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। শনি ও রবিবার উইকেন্ডে কিছু জেলায় চরম গরম আর কিছু জেলা বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইতে পারে তিন জেলায়। 

    উত্তরবঙ্গ

    উত্তরবঙ্গের তাপমাত্রার পরিবর্তন খুব একটা হবে না। আগামী চার-পাঁচ দিন একই রকম তাপমাত্রা থাকবে। মঙ্গলবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে।বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। ঝড়ের সম্ভাবনা কমবে বুধবার থেকে। বৃহস্পতিবার থেকে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঠ চলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে।

    কলকাতা

    পারদ বৃদ্ধির পূর্বাভাস। রাতের তাপমাত্রা খুব বেশি না বাড়লেও দিনের তাপমাত্রা ৩৭ বা ৩৮ ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে এই সপ্তাহের শেষের দিকে। আজ দিনভর সঙ্গে দোসর তীব্র অস্বস্তি। কাল থেকে মূলত শুষ্ক গরম। 

    পরিসংখ্যান

    রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেড়ে ২৯.১ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা ৩৪.৪ ডিগ্রি। যা আজ একলাফে ৩৬ ডিগ্রির ঘরে পৌঁছাতে পারে। শুক্র শনিবার বা পৌঁছাতে পারে ৩৭ ডিগ্রিতে। তবে ফিল লাইক উষ্ণতায় কার্যত পুড়বে কলকাতা। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৬৪ থেকে ৮৪ শতাংশ।

  • Link to this news (২৪ ঘন্টা)