• বাগুইআটিতে ট্রলিবন্দি অবস্থায় উদ্ধার যুবতীর দেহ
    প্রতিদিন | ২২ এপ্রিল ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যমগ্রামে ট্রলিবন্দি দেহ উদ্ধারের রেশ কাটতে না কাটতেই ফের এক ঘটনা। এবার বাগুইআটির দেশবন্ধু নগরের রাস্তায় দেখা গেল রহস্যময় ট্রলি, সেখান থেকে উদ্ধার এক যুবতীর দেহ। তাঁর মুখে সেলোটেপ লাগানো। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘিরে চাঞ্ল্য এলাকায়। তদন্তে নেমেছে পুলিশ। কে বা কারা এভাবে খুন করে দেহ ট্রলিবন্দি করে প্রকাশ্য রাস্তায় ফেলে রেখে গেল, তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকাবাসীকে। এই ঘটনায় তটস্থ এলাকার সাধারণ মানুষ। 

    মঙ্গলবার বাগুইআটির দেশবন্ধু নগরে জঞ্জালঘেরা একটি পরিত্যক্ত এলাকায় কালো রঙের ট্রলিব্যাগ পড়ে থাকতে দেখা যায়। সন্দেহ হওয়ায় স্থানীয়রা খবর দেন পুলিশে। ঘটনাস্থলে বাগুইআটি থানার পুলিশ পৌঁছে ট্রলি খুলে দেখতে পায়, ভিতরে এক যুবতীর দেহ। তার মুখে বাদামি রঙের সেলোটেপ। তাতে সন্দেহ আরও উসকে ওঠে তদন্তকারীদের। এলাকায় জিজ্ঞাসাবাদ করে জানা যায়,  

    [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
  • Link to this news (প্রতিদিন)