নীল ট্রলির পর এ বার কালো ট্রলিতে মিলল দেহ। কিছু দিন আগে কুমোরটুলি ঘাটে এক মহিলার ট্রলিব্যাগ বন্দি দেহ উদ্ধার হয়। যে ঘটনার সঙ্গে যোগ ছিল মধ্যমগ্রামের। এ বারের ঘটনাস্থল বাগুইআটি। একটি ড্রেনের ভিতর থেকে মঙ্গলবার সকালে ট্রলিটি উদ্ধার হয়। এক খবরের কাগজ বিক্রেতা প্রথম ট্রলিটি দেখেন। ব্যাগের চেন খুলতেই দেখা যায় ভিতরে এক মহিলার দেহ। মহিলার মুখে বাদামি রঙের টেপ লাগানো ছিল।
এলাকার লোকজন জানান, ওই পেপার বিক্রেতা দেখেন, ড্রেনের ভিতর কালো রঙের একটি ট্রলিব্যাগ পড়ে রয়েছে। সেই ব্যাগের ফাঁক দিয়ে চুল বেরিয়ে রয়েছে। এর পরই খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে ট্রলিব্যাগটি খুলতেই দেখা যায়, ভিতরে এক মহিলার দেহ। পুলিশ সূত্রে খবর, মহিলার মুখে বাদামি রঙের টেপ লাগানো ছিল। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, মহিলাকে খুন করা হয়েছে।
মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। মহিলাকে অন্য কোথাও খুন করে এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে বলেও অনুমান তাদের। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের এলাকাতেও খোঁজ চালানো হচ্ছে। কোথাও নিখোঁজ সংক্রান্ত কোনও অভিযোগ জমা পড়েছে কি না, তাও দেখা হচ্ছে।
তদন্তের স্বার্থে এখনই এ নিয়ে কিছু বলতে নারাজ বাগুইআটি পুলিশ। তবে এ দিনের ঘটনা মনে করিয়ে দিল মধ্যমগ্রামের মা-মেয়ের কীর্তি। নীল ট্রলিব্যাগে পিসি শাশুড়ির দেহ গায়েব করতে গিয়ে ধরা পড়েন কুমোরটুলিতে।