• মাঝরাতে বিকট আওয়াজ, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, মৃত ১
    এই সময় | ২২ এপ্রিল ২০২৫
  • ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাকাবাড়ি। উত্তর ২৪ পরগনার জগদ্দলের রুস্তম ঘুমটিতে সোমবার রাত দেড়টা নাগাদ এই ঘটনা ঘটে। বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে খুশবু খাতুন (২১) নামে এক তরুণীর। আরও একজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎই গভীর রাতে বিকট শব্দ হয় এলাকায়। তা শুনে এলাকার লোকজন বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। দেখেন, এলাকার একটি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। ভিতরে একজন পড়ে আছেন।

    এর আগে দফায় দফায় বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। কখনও কলকাতা, কখনও জেলা, একই ছবি দেখা গিয়েছে। তারই পুনরাবৃত্তি সোমবার গভীর রাতেও। স্থানীয় ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ পাণ্ডের দাবি, বাড়িটি বেআইনি।

    একই সঙ্গে তিনি জানান, পুরসভা থেকে বেআইনি বাড়িগুলি চিহ্নিত করে বাড়ির মালিকদের নোটিস পাঠানো হবে। প্রয়োজনে বিপজ্জনক বাড়ি ভেঙে দেওয়া হবে। কাউন্সিলর জানান, যখন এই ঘটনা ঘটে, বাড়ির ভিতর দু’জন ছিলেন। তাঁরা ভাই বোন। ভাই বাড়ি থেকে বেরিয়ে আসতে পারলেও, বোন পারেননি। সেখানেই মৃত্যু হয় তাঁর।

  • Link to this news (এই সময়)