• ছ’বছর পরে কলকাতা-কাঠমান্ডু উড়ান চালু করছে নেপালের বুদ্ধ এয়ার!
    আনন্দবাজার | ২২ এপ্রিল ২০২৫
  • ছ’বছর আগে কলকাতা-কাঠমান্ডু উড়ান বন্ধ করে দিয়েছিল নেপালের বিমান সংস্থা ‘বুদ্ধ এয়ার’। সম্প্রতি সিদ্ধান্ত বদলের কথা জানিয়েছে তারা। সংস্থাটির বিপণন বিভাগের ডিরেক্টর রূপেশ শ্রেষ্ঠ জানিয়েছেন, জুলাইয়ের মধ্যেই দুই শহরের মধ্যে বাণিজ্যিক উড়ান পরিষেবা পুনরায় শুরু করবেন তাঁরা।

    সম্প্রতি কলকাতা-কাঠমান্ডু উড়ান পরিষেবা বন্ধ করার কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া। ফের পরিষেবা চালুর কারণ ব্যাখ্যা করে ‘বুদ্ধ এয়ার’ জানিয়েছে, ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী এয়ার ইন্ডিয়া না-থাকায় বাণিজ্যিক লাভের সম্ভাবনা দেখছে তারা।

    ২০১৯ সালে ‘বুদ্ধ এয়ারের’ তিনটি বিমান কাঠমান্ডু থেকে কলকাতা এবং কলকাতা থেকে কাঠমান্ডু পর্যন্ত পরিষেবা দিত। কিন্তু ন’মাস পরিষেবা দেওয়ার পর হঠাৎই কলকাতা-কাঠমান্ডু পথে উড়ান চলাচল বন্ধ করে দেয় সংস্থাটি। ‘বুদ্ধ এয়ার’ জানিয়েছিল, কলকাতা-কাঠমান্ডু উড়ান পরিষেবা চালু করে তাদের ১০ কোটি টাকা লোকসান হয়েছিল। ছ’বছর পর ফের এই পথে উড়ান চালু করতে চায় ‘বুদ্ধ এয়ার’। শুধু তা-ই নয়, গুয়াহাটি, লখনউয়ের মতো শহরেও উড়ান পরিষেবা চালু করতে চায়। কলকাতা থেকে বিমানে কাঠমান্ঠু যেতে সময় লাগে এক ঘণ্টা ২৫ মিনিট। সংস্থাটির একটি সূত্র মারফত জানা গিয়েছে, কলকাতা থেকে কাঠমান্ডু যেতে খরচ পড়তে পারে ১৪ হাজার টাকা।
  • Link to this news (আনন্দবাজার)