• হাঁসফাঁস করা গরমের মধ্যেই সামনে এল স্বস্তির বার্তা, জেনে নিন আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট 
    আজকাল | ২২ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বৈশাখ পড়তেই একলাফে বেড়ে গিয়েছে তাপমাত্রার পারদ। ঘেমে নেয়ে গলদঘর্ম অবস্থা আপামর বাঙালির। শহর কলকাতা থেকে জেলা সর্বত্র একই অবস্থা। তার মধ্যেই স্বস্তির খবর জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। এদিন রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

    হাওয়া অফিস সূত্রে খবর, এদিন রাজ্যজুড়ে সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু বাংলাতেই নয় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ছত্তিশগড়, অসম, অরুণাচল প্রদেশ, বিহার, জম্মু-কাশ্মীরেও। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ বেশির ভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। বৃষ্টির হাত থেকে রক্ষা নেই উত্তরবঙ্গেরও। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে অনেকটাই বেড়েছে তাপমাত্রা।

    তার সঙ্গে সঙ্গে বাতাসে বেড়েছে জলীয়বাষ্পের পরিমাণও। তার মধ্যেই শহর কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর। তবে বৃষ্টি কমলে ফের রাজ্যে বাড়তে পারে তাপমাত্রা এমনটাও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।
  • Link to this news (আজকাল)