• দাউডাউ করে জ্বলছে বন্ধ গোডাউন, মঙ্গলবার সকালে ফের ডোমজুড়ে অগ্নিকাণ্ডের ঘটনা
    আজকাল | ২২ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সোমবারের পর মঙ্গলবার ফের ডোমজুড়ে অগ্নিকাণ্ডের ঘটনা। এবার ঘটনাস্থল ডোমজুড়ের কাটলিয়া এলাকা। জানা গিয়েছে, একটি বন্ধ গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডোমজুড় থানার কাটলিয়া প্রোজেক্ট এরিয়ার অন্তর্গত একটি গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে। প্রথমে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারাই।

    স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকেই থানায় ও দমকলে খবর দেওয়া হয়। এরপরেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। আগুন লাগার দেড় ঘন্টা পরেও নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গিয়েছে। তবে কিছুটা হলেও আয়ত্তে এসেছে বলে খবর দমকল সূত্রে। কিভাবে বন্ধ গোডাউনে এত বড়ো আগুন লাগল তার রহস্য এখনও ভেদ করতে পারেননি দমকলের আধিকারিকরা।

    তবে প্রাথমিক অনুমান, গোডাউনের ভিতরে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে একটি ইঞ্জিন ও পরে আরও একটি ইঞ্জিন কাজে লাগানো হয়েছে। হতাহতের খবর না মিললেও ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তর। প্রসঙ্গত, সোমবার হাওড়ার ডোমজুড়ের রাজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকারই ওএনজিসির রাসায়নিক কারখানায় ভয়াবহ এই আগুন লাগে।

    দূরদুরান্ত থেকে দেখা যায় আগুনের লেলিহান শিখা। জানা যায়, কারখানায় প্রচুর রাসায়নিক মজুত ছিল। সে কারণে আগুন লাগার সঙ্গে সঙ্গে তা দ্রুত ছড়িয়ে পড়ে। গোটা আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। সঙ্গে ঝোড়ো হাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার সর্বত্র। ঘটনাস্থলে পৌঁছেয় দমকলের ১৪টি ইঞ্জিন। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
  • Link to this news (আজকাল)