• মাঝরাতে ভেঙে পড়ল বাড়ি, চাপা পড়ে মৃত এক
    আজকাল | ২২ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ফের বাড়ি ভেঙে মৃত্যুর ঘটনা। ঘটনাস্থল জগদ্দল। মধ্যরাতে আচমকা বিকট শব্দে ভেঙে পড়ে বাড়ি, তেমনটাই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। আহত এক। 

    জানা গিয়েছে মৃতার নামখুশবু খাতুন, বয়স ২১। জানা গিয়েছে, রাত ১:৩০ মিনিট নাগাদ  হঠাৎ বিকট শব্দে বাড়ি ভেঙে পড়ে ওই বাড়ি। তৎক্ষণাৎ শব্দ পেয়েই পড়শিরা বেরিয়ে আসেন। দেখেন মর্মান্তিক পরিণতি। মৃতাকে উদ্ধার করে পুলিশ। বাড়িটি কীভাবে ভেঙে পড়ল আচমকা, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, এর আগেও শহরে বাড়ি বা বাড়ির অংশ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। 

    স্থানীয় কাউন্সিলর মনোজ পাণ্ডে জানিয়েছেন, বাড়িটি বেআইনি ছিল। এলাকার বে আইনি বাড়ি ভাঙার কাজ হচ্ছে বলেও জানান তিনি।
  • Link to this news (আজকাল)