• হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বাঁশের সাঁকো, চরম ভোগান্তির মুখে কুলতুলি ও রায়দিঘির আমজনতা...
    আজকাল | ২২ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার কুলতুলি ও রায়দিঘি বিধানসভা কেন্দ্রের সংযোগকারী মনি নদীর উপর তৈরি বাঁশের সাঁকো ভেঙে পড়ায় চরম দুর্ভোগের মুখে পড়তে হল অন্তত ১৫-২০টি গ্রামের হাজার হাজার মানুষকে। জানা গিয়েছে, বিগত ছ’মাস ধরে ভগ্নপ্রায় অবস্থায় পড়েছিল ওই সাঁকোটি। সেই অবস্থাতেই প্রতিদিন অন্তত ২০-৩০ হাজার মানুষ যাতায়াত করতেন তার ওপর দিয়ে।

    কিন্তু বর্তমানে সাঁকোটি পুরোপুরি বিপজ্জনক হয়ে উঠেছে। ফলে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই পারের বাসিন্দাদের মধ্যে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, সাঁকো ভেঙে বিপর্যস্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। চিকিৎসা, বাজার, স্কুল এমনকি নানা জরুরি প্রয়োজনেও বিপাকে পড়তে হচ্ছে আমজনতাকে। দেবপ্রসাদ পাল নামে এক স্থানীয় বাসিন্দা জানান, ‘আমাদের নিকটতম হাসপাতাল প্রায় ১০ কিলোমিটার দূরে। এই সাঁকোই ছিল একমাত্র রাস্তা। এখন সেই যোগাযোগ সম্পূর্ণ বন্ধ’। 

    একই মতামত স্থানীয় টোটোচালক সইরুদ্দিন মন্ডলের। তিনি জানান, ‘সাঁকোর এই অবস্থার কারণে এপারের টোটো ওপারে যেতে পারছে না, ওপারের টোটোও এপারে আসতে পারছে না। যাত্রী কমে যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছে রোজগার’। মনিরতট গ্রাম পঞ্চায়েতের সদস্য শওকত আলি গাজির মতে, ‘প্রশাসন, পঞ্চায়েত সমিতি, বিধায়ক সবাইকে জানানো হয়েছে। খুব দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে’। 

    এই প্রসঙ্গে কুলতুলির বিধায়ক গণেশ মণ্ডল জানান, ‘আমি বিষয়টি সুন্দরবন উন্নয়ন মন্ত্রীকে জানিয়েছি। খুব শীঘ্রই কংক্রিটের পাকা সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে’। স্থানীয় বাসিন্দারা চাইছেন দ্রুত এই সমস্যার সমাধান হোক। কারণ দিনের পর দিন দুর্ভোগ পোহাতে গিয়ে রীতিমত ধৈর্যের বাঁধ ভেঙে পড়ছে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের’।
  • Link to this news (আজকাল)