প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রসূন মুখার্জির সফল বৈঠক...
আজকাল | ২২ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজেস সিঙ্গাপুর (ইউএসইএল)–এর চেয়ারম্যান প্রসূন মুখার্জির বৈঠক হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে সোমবারের এই বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। প্রসূন মুখার্জি আসিয়ান অঞ্চলের অত্যন্ত সফল একজন শিল্পোদ্যোগী। এদিনের বৈঠকে আশিয়ান ভিত্তিক দেশগুলির সহযোগিতায় ভারতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন এবং খনি শিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। ইউএসইএল এ–রাজ্যের পাশাপাশি অসম, উত্তরপ্রদেশে লজিস্টিক পার্ক তৈরির প্রক্রিয়া চালাচ্ছে। এছাড়াও এ–রাজ্যে ডেটা সেন্টার এবং গুজরাটে ৫০০ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ প্রকল্প তৈরি করছে।
প্রসঙ্গত, ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজেস অত্যাধুনিক স্টেট অফ আর্ট প্রযুক্তির ব্যবহারে উপনগরী, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, হোটেল শিল্প, প্রযু্ক্তির ক্ষেত্রে অগ্রণী। পরিবেশ রক্ষা করে তারা এই ক্ষেত্রগুলিতে ১৯৯৫ সাল থেকে কাজ করে আসছে। এর পাশাপাশি সিঙ্গাপুর ভিত্তিক ইউএসইএল মেগা–টাউনশিপ ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড লজিস্টিক পার্ক, বিজনেস অ্যান্ড আইটি পার্ক, ডেটা সেন্টার তৈরিতে বিশেষ পারদর্শী। এছাড়াও কয়লা খনি, শক্তি সম্পদ, সৌর পার্ক তৈরি করে থাকে। প্রসূন মুখার্জি এই সংস্থার প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। তিনি উত্তর আমেরিকা বাঙালি সম্মেলনে দু’বার বিশ্বের সেরা বাঙালি উদ্যোগপতির সম্মান পেয়েছেন। সিঙ্গাপুরের নানইয়াং পলিটেকনিক ইন্টারন্যাশনালের উপদেষ্টা পদে রয়েছেন। সিঙ্গাপুর বিজনেস অ্যাসোসিয়েশনের সাউথ এশিয়া বিজনেস গ্রুপের ভাইস–চেয়ারম্যান এবং একই সংগঠনের লাতিন আমেরিকা বিজনেস গ্রুপের চেয়ারম্যান পদে রয়েছেন।