• মুখে সেলোটেপ, খাস কলকাতার রাস্তায় ট্রলির ভিতর মহিলার দেহ
    আজকাল | ২২ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: আহিরিটোলার পর এবার বাগুইআটি। মধ্যমগ্রামের ঘটনার পুনরাবৃত্তি খাস কলকাতায়। মঙ্গলবার সকালে শহরের রাস্তায় ট্রলি ব্যাগের ভিতর উদ্ধার মহিলার দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

    স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকাল আটটা নাগাদ দেশবন্ধুনগরে একজন খবরে কাগজ বিক্রেতা রাস্তার পাশে নালার মধ্যে কালো রঙের পরিত্যক্ত ট্রলিটি পড়ে থাকতে দেখেন। আশেপাশের লোকজন জড়ো হওয়ার পরে থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে ট্রলি ব্যাগের ভিতর থেকে উদ্ধার করে অজ্ঞাত পরিচয় মহিলার দেহ। 

    প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই মহিলার মুখে সেলোটেপ লাগানো ছিল। তবে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা যায়নি মহিলার পরিচয়। মহিলাকে খুন করা হয়েছে কি না? তাঁর বাড়ি কোথায়? কে বা কারা দেহ ট্রলিতে ভরল? মহিলা বাগুইআটি কিংবা তৎসংলগ্ন এলাকার বাসিন্দা কি না?  এসব প্রশ্নের উত্তরের খোঁজ চলছে। তদন্তের স্বার্থে পুলিশ স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবে বলে জানা গিয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদেরও। উদ্ধার হওয়া দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। 

    এর আগে  ২৫ ফেব্রুয়ারি সকালে ট্রলি ব্যাগে দেহ উদ্ধার হয়েছিল উত্তর কলকাতার আহিরিটোলা এলাকায়। ট্রলির ভিতর মধ্যমগ্রামের সুমিতা ঘোষ নামে এক প্রৌঢ়ার মুন্ডু কাটা দেহ উদ্ধার হয়। 
  • Link to this news (আজকাল)