এক সপ্তাহে দুই শ্রমিকের মৃত্যু, হুকুমচাঁদ জুটমিলে কর্মবিরতি
দৈনিক স্টেটসম্যান | ২২ এপ্রিল ২০২৫
এক সপ্তাহের ব্যবধানে দুই শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগণার হুকুমচাঁদ জুট মিলে। শ্রমিকদের দাবি, তীব্র গরমের জেরেই ওই দু’জনের মৃত্যু হয়েছে। শ্রমিকদের অভিযোগ, মিলের ভিতরে কোনও পাখার ব্যবস্থা নেই। তীব্র গরমের মধ্যেই টানা কাজ করতে হয় শ্রমিকদের। কর্মরত অবস্থায় মৃত্যু হলেও মিল কর্তৃপক্ষ কোনও ক্ষতিপূরণ দেয়নি পরিবারদের, এমনটাই অভিযোগ শ্রমিকদের।
ঘটনার প্রতিবাদে মঙ্গলবার প্রথম শিফট শেষ হওয়ার পর কারখানার বাইরে অবস্থানে বসেন শ্রমিকরা। তাঁরা জানান, যতক্ষণ না মৃত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ এবং বর্তমান শ্রমিকদের জন্য উপযুক্ত নিরাপত্তা ও কাজের পরিবেশ নিশ্চিত করা হচ্ছে, ততক্ষণ তাঁরা কাজে ফিরবেন না। মিলের প্রায় ১৫ হাজার শ্রমিক কর্মবিরতি পালন করছেন। এদিকে কর্মবিরতির মধ্যেও শ্রমিকদের ভয় দেখিয়ে কাজ করানোর অভিযোগ উঠেছে মালিকপক্ষের বিরুদ্ধে। এমনকী মিল বন্ধ করে দেওয়ার হুমকিও দেয় মালিকপক্ষ।
কারখানার এক শ্রমিক বলেন, ‘এত বড় কারখানা, এত শ্রমিক দিবারাত্র কাজ করছেন, তা সত্ত্বেও ন্যূনতম সুযোগসুবিধা নেই। মাত্র চারটি পাখা রয়েছে এত বড় কারখানায়। অত্যাধিক গরমে কাজ করতে গিয়ে অনেক শ্রমিকই অসুস্থ হয়ে পড়ছেন। দু’জন মারাও গিয়েছেন কিন্তু সংস্থা তাদের কোনও ক্ষতিপূরণ দিচ্ছে না। অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও করতে হবে। তাহলেই আমরা ফের কাজ শুরু করব।’